পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র। > বঙ্কিমবাবু যখন বারুইপুর মহকুমার ভারপ্রাপ্ত ডেপুটী ম্যাজিষ্ট্রেট, সেই সময় তাহার সঙ্গে আমার আলাপ পরিচয় হয়। তখন ইংরেজি ১৮৬৪ সাল। সে বৎসর ৫ই অক্টোবরের সাইক্লোনে (Cyclone ) ঝড়ে ও জলপ্লাবনে ডায়মণ্ডহাৰ্ব্বার, কুল্লী, মুড়াগাছা, টেঙ্গরাবিচি, করঞ্জলী, গঙ্গাধরপুর, বাইশহাটা, মণিরটাট প্রভৃতি গ্রাম নষ্ট হইয়া যায়। প্রথমে বড়ে এ দেশের অধিকাংশ বাড়ীঘর ভূমিসাং হইয়া যায় ; পরে, কয়েকটা সমুদ্রতরঙ্গ বঙ্গোপসাগর হইতে বাতা-তাড়িত হইয়া আসিয়া সাগরকূলবৰ্ত্তী দক্ষিণপ্রান্ত ভাসাইয়া লইয়া যায়। এই দৈব দুর্ঘটনায় এ প্রদেশের বহু সহস্ৰ লোক মৃত্যুমুখে পতিত হয়। এই দুঃসংবাদে ব্যথিতহৃদয় হইয়া, কয়েক জন ধনশালী পারসী ও কতিপয় গবরমেন্টের ইংরেজ কৰ্ম্মচারী ও এ প্রদেশের জমীদারবর্গের কেহ কেহ যথোচিত সাহায্যদান করিয়া সত্বরই একটা প্রচুর ধনভাণ্ডার স্থাপন করিয়া ২৪ পরগণার ম্যাজিষ্ট্রেট সাহেবের হস্তে স্তন্ত করেন। বঙ্কিমবাবু তখন এই অর্থের কিয়দংশ লইয়া সাইক্লোনপড়িত লোকের দুঃখ কষ্ট দূর করিবার জন্ত আমাদের বাসগ্রাম মজিলপুরে জাগিয়া উপস্থিত হন। এই উপলক্ষে বঙ্কিমবাবুর পদে আমার পরিচয় হয়। তিনি কয়েক ডোঙ্গা চাউল, ডাউল,