পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র סמא দিয়া মজিলপুরে ফিরিয়া আসিলাম, বঙ্কিমবাবুকে সমস্ত বিবরণ কলিলাম, এবং তঁহাকে দ্রব্যাদির হিসাব দিলাম। তিনি আমার কার্য্যে সন্তোষ প্রকাশ করিলেন। ইহার অল্পদিন পরেই বঙ্কিমবাবু দুর্ভিক্ষ-কার্য্যের আধিক্য-প্রযুক্ত অল্পদিনের জন্য ডায়মঙহাৰ্ব্বার মহকুমার ভার গ্রহণ করিলেন। ডায়মগুহাৰ্ব্বার হইতে আসিয়া বাবু হেমচন্দ্র কর বারুইপুরের ভার লইলেন, এবং দুর্ভিক্ষ-কার্য্যের জন্য মজিলপুরে আসিয়া অবস্থিতি করিতে লাগিলেন। আমি দুর্ভিক্ষ-কার্য্যে বঙ্কিমবাবুকে যেরূপ সাহায্য করিতেছিলাম, হেমবাবুকেও সেইরূপ সাহায্য করিতে লাগিলাম। সাইক্লোনের ফলে কেবল এই দুই মহকুমাই দুর্দশাগ্রস্ত হইয়াছিল। এ সময় ১৮৬৪ খৃষ্টাব্দের নূতন রেজিষ্টারী আইন অনুসারে মহকুমায় মহকুমায় নূতন রেজিষ্টারী আফিস খোলা হইল। হেমবাৰু আমাকে তাহার নূতন রেজিষ্ট্রেশন অফিসের হেডক্লার্কের পদে নিযুক্ত করিলেন। ইহার কিছুদিন পরে বঙ্কিমবাবু বারুইপুরে ফিরিয়া আলিলেন, এবং আমাকে কৰ্ম্মে নিযুক্ত দেখিয়া আহলাদ প্রকাশ করিলেন। এই সময় হইতে আমি বঙ্কিমবাবুকে তাল করিয়া চিনিবার সুযোগ ও অবসর পাইলাম। তিনি যে সকল ফৌজদারী মোক্ষদ্ধমা করিতেন, তাহাতে র্তাহার স্বল্প বিচারশক্তি, স্থায়পরতা ও স্বাভাবিক দয়ার্ক্স-চিত্ততা প্রকাশ পাইত । এই সমস্ত মোকদ্দমার রায় তিনি অতি সুন্দর ইংরেজি ভরিাঙ্ক প্রকাশ করিতেন। আমি উহার লিখিত রায়গুলি পঞ্জিতে রক্ষই ভালবাঙ্গিত্তাষ, এবং সমৃদ্ধগুলিই পড়িতাম ।