পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ 8 বঙ্কিম-প্রসঙ্গ বাবু কয়েক বৎসর পর্য্যন্ত বারুইপুরে অবস্থিত ছিলেন। তখন আমি যখনই বাটতে আসিতাম, বারুইপুরে তাহার সঙ্গে দেখা না করিয়া আসিতাম না । তিনি সকল সময়ে তাহার স্বভাবসিদ্ধ মেহের সহিত আমার সঙ্গে আলাপ করিতেন, --আদালতের কার্য্যর সময়েও তাহার সে ভাবের ব্যতিক্রম দেখি নাই। দুর্ভিক্ষের অবস্থা-পরিদর্শন উপলক্ষে বঙ্কিম বাবু একবার। আলিপুর হইতে জয়নগর অঞ্চলে আসিয়া উপস্থিত হন, এবং বিষ্ণুপুরের ডাক-বাঙ্গাঙ্গায় একরাত্রি অবস্থিতি করেন। পরদিন প্রাতে তিনি আমাদের বাটতে আসিয়া আমার সঙ্গে তদুপলক্ষে দেখা করেন। আমি তখন মিউনিসিপালিটীর ভাইস-চেয়ারম্যান। মিউনিসিপালিট হইতে দুটা দুর্ভিক্ষজনিত মৃত্যুঘটনার বিবরণ আলিপুরের ম্যাজিষ্ট্রেট সাহেবের নিকট প্রেরিত হয়। তৎসম্বন্ধে অহুসন্ধান করিবার জন্য বঙ্কিম বাবু এতদঞ্চলে প্রেরিত হন । আমার সঙ্গে দেখা করিবার পরই বঙ্কিম বাবু বাইশ হাট গ্রামে দুর্ভিক্ষ ও তঞ্জনিত মুতু সম্বন্ধে অনুসন্ধান করিতে যান। ঠাখার পূর্বদিন কয়েক জন পুলিস-কর্মচারী সেই গ্রামে গিয়া, যাহারা যথার্থই দুর্ভিক্ষগ্রস্ত, এবং ...] বা কদর্ঘ্য দ্রব্যাদির জাহারে জীর্ণ শীর্ণ হইয়া পড়িয়ছিল তাহাদিগকে অনুসন্ধান-স্থল হইতে কৌশলে অনুপস্থিত কুঞ্জি ছিল ; এবং যাহারা পুষ্টদেহ ও তৈলাক্ত-কলেবর, মাহীয়ে গায়ে স্থর্ভিক্ষের বাতাল কিছুমাক্স লাগে নাই, গুলি ষ্ণে