পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩e * বঙ্কিম-প্রসঙ্ক সেই দেখা। সেই দেখার সময় আমি বঙ্কিমবাবুর সঙ্গে তাহার কলিকাতার বাটতে গিয়া দেখা করিতে প্রতিশ্রত হই। তদন্থ সারে যখন প্রথম দেখা করি, তখন বঙ্কিমবাবু পেন্সন লইয়া কলেজ ষ্ট্রটে প্রতাপ চাটুৰ্য্যের গুলির বাটতে বাস করিতেছিলেন। সেই সময়ে মধ্যে মধ্যে কয়েকবার বঙ্কিমবাবুর সঙ্গে সাক্ষাৎ করি, এবং অনেক বিষয়ে তাহার সঙ্গে আমার আলাপ হয়। তাহা ক্রমে ক্রমে প্রকাশ করিবার সঙ্কল্প করিয়াছি। প্রথম সাক্ষাতে তিনি আমাকে “কৃষ্ণ-চরিত্রে”র দ্বিতীয় সংস্করণ পড়িতে অনুরোধ করেন। আমি তাহা অধ্যয়ন করিবার সময়ে তাহার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। বস্তুতঃ তাহ পাঠ করিবার সময় বঙ্কিমবাবু যে সমস্ত যুক্তি ও প্রমাণপরম্পরা অবলম্বন করিয়া মহাভারতের প্রক্ষিপ্ত ও মৌলিক অংশ নির্দেশিত করেন, তাহাতে আমি তাহার বুদ্ধিমত্তা ও বিচারশক্তি দেখিয়া সত্য সত্যই অবান্ধ হই। কিন্তু তাহার শ্ৰীকৃষ্ণকে আদর্শ-চরিত্র-স্থলে দাড় করাইবার চেষ্টায় বঙ্কিমবাবু অতি অল্পই সিদ্ধকাম হইতে পারিয়াছেন। তবে এই পৰ্য্যন্ত হইয়াছে যে, শ্ৰীকৃষ্ণ-চরিত্র সম্বন্ধে সাধারণের বে। আমুচিত ধারণা ছিল, তাহার তিনি অনেকটা অপনয়ন করিতে সমর্থ হইয়াছেন। কিন্তু লোকে যে এখন শ্ৰীকৃষ্ণকে বঙ্কিম বাবুর আদর্শচরিত্র-জ্ঞানে স্ব স্ব গুরুপ্রণালী পরিত্যাগপূৰ্ব্বৰ উপাসনা করিতে যাইবে, ইহা বঙ্কিমবাবুর ওরূপ চেষ্ট দ্বার কোনও ক্রমেই সম্ভবপর নহে। সেরূপ চেষ্টা দ্বারা শুদ্ধমাত্র কৃষ্ণ চরিত্রের ঐতিহাসিক দোষ সাধারণের চিত্তবৃত্তি হইতে অপসারিত