পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র ● 8ግ করিয়া ব্রাহ্মণদিগের মধ্যে প্রচলিত করেন, বঙ্কিম বাবু সেই সমস্ত শাস্ত্র হইতে তদপেক্ষ উৎকৃষ্টতর স্তোত্র ও শ্লোকাদি গ্রহণ করিয়া তাহার নিজের উপাসনা-প্রণালী প্রস্তুত করিয়া নিজে তাহা অবলম্বন করেন, এবং শিষ্যদ্বয়ে তাহ প্রবর্তিত করেন। সঙ্কল্পিত পরীক্ষান্তে এই শিষ্যদ্বয়কে তাহার আকর্ষণী মন্ত্র শিক্ষা দিতে পারিয়াছিলেন কি না, এবং আমার সঙ্গে এই আলাপের পরে আরও অধিক মন্ত্রশিষ্য করিতে সমর্থ হইয়াছিলেন কি না, তাহা বলিতে পারি না । ৰঙ্কিম বাবু এ কথাবাৰ্ত্তার পাঁচ ছয় মাস পরে তাহার জীবনলীলা সংবরণ করেন। - তিনি একদা আমাকে বলিয়াছিলেন যে, তিনি র্তাহার নিজের উপাসনার সময় সম্যকরূপে মনঃস্থির করিতে পারেন না। কোনও বিশেষ শব্দ, বা লোকের কথাবার্তা, বা বালকদিগের অপ্রত্যাশিত বা আকস্মিক গগুগোল উপস্থিত হইলে, তাহার চিত্তবৃত্তি অস্থির হইয়া উঠে। এমন কি, উপাসনা করিতে করিতে অনেক সময় তাহাকে উপাসনার ভঙ্গ দিয়া, ব্যাপারটা কি, তাহ উঠিয়া দেখিয়া সাময়িক কৌতুহল চরিতার্থ করিতে হয়। আমি বলিলাম যে, পরিবারস্থ সকলের প্রতি আত্যন্তিক ভালবাসা বা মায়া থাকাতে সৰ্ব্বদাই তাঁহাকে চঞ্চল করে, এবং উহার উপাসনায় বাৰ জন্মায় । কে কোথায় পড়িয়া গেল, কে কোথা হইতে কোন ব্যখ পাইল, কোন দিক হইতে কোন আপদ আসিয়া