পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨g o বঙ্কিমপ্রসঙ্গ তাহা করিতে বাধ্য করেন নাই। কোনও প্রণালী-প্রবর্তক স্বকীয় গুরু-প্রণালী বিসর্জন করিয়া স্বকৃত প্রণালীর অধীন হন নাই। যিনি তাহ করেন, তিনি তাহার ধর্মের মূলে কুঠারাঘাত করেন। আমরা বঙ্কিম বাবুকে বৌদ্ধভাবাপন্ন ভিন্ন কখনও অন্য কিছু ভাবি নাই। র্তাহার লেখায় কৃষ্ণাবতারস্বীকার ও ভক্তিতত্ত্বের কথা থাকিলেও, তিনি পূর্ণমাত্রায় củwstriota (rationaliste )। ব্রাহ্মচুড়ামণি মহর্ষি দেবেন্দ্রনাথ ও ব্রহ্মানন্দ কেশবচন্দ্র ইতিপূৰ্ব্বে হিন্দুধর্মের সংস্রব পরিত্যাগ করিয়া যখন ব্রাহ্ম উপাসনা-পদ্ধতি প্রস্তুত করেন, তখন তাহার এতদপেক্ষা কি জার অধিক বৌদ্ধভাব অঙ্গীকার করিয়াছিলেন ? - মধ্যে বঙ্গীয় যুবকসমাজে সাহেবিয়ানার ঘোর প্রাদুর্ভাব হয়। অনেকেই আহারের সময় কাটা চামচ ব্যবহার করিতে অভ্যাস করেন ; গৃহ মধ্যেও বস্ত্র ব্যবহার পরিত্যাগ করিয়া পেষ্ট লেন শার্ট ব্যবহার করেন, এবং ভূমিতলে আসন পাতিয়া বসিবার পরিবর্তে আহারের জন্য টেবল ব্যবহারের প্রবর্জন করেন। অনেক যুবক এইরূপে বিলাতী সভ্যতার স্রোতে পড়িয়া হাবুডুবু ধান। বঙ্কিম বাবুও এই স্রোতের মধ্যে পড়িয়া তৃণের ন্যায় নীয়মান হইরা ভাসিয়া যাইতেছিলেন। এ সম্বন্ধে একদা তিনি আষাকে বলেন যে, তিনি এক সময় কাটা চামচ ব্যবহার मा कब्रिब्रा शरठ छूजिब्र थाeब्रा बढ़ई धूषाब्र विदग्न ७ ८षाद्र জলভ্যতা মনে করিতেন। এরূপ অসভ্য ব্যবহার তাহার