পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র ও দ্বারবান পাঠক ՎéՓ. আমাদের চট্টোপাধ্যায়-গোষ্ঠীকে রাখাল “Royal Family” বলিত ! এই “লব জে”র উপযোগিতা সে অনেকবার, অনেক প্রকারে, নানা অবান্তর কথার অবতারণা করিয়া আমাকে বুঝাইয়াছিল। আমি সান্ধ্য-মুহূর্তে, উমেদারীতে বিফল-প্রয়াস হইয়া প্রত্যাগত হইলে, সে আমাকে হাসিয়া বলিত, “দেখিলে ত, আমি বলি নাই ? Royal Familyর ছেলে চাকুরী করিবে, এ কথা কে বিশ্বাস করিবে ? আর যাইও না । Don't make a fool of yourself any more." কথায় রাখাল কাহাকেও ছাড়িত না । কারণ পাইলে, সকলেই সহিত লাগিত, কিন্তু উহারই মধ্যে একটু যথাযোগ্য ভাবে রাগাইয়া দিয়া পরে সকলকেই হাসাইত। শ্বগুরও যে। তাহার নিকট একেবারই বাদ যাইতেন, তাহা নহে। তবে শ্বশুর জামাতার উপর রাগ করিবার বড় কিছু প্রকাগু অজুহাত পাইতেন না। এই প্রবন্ধেই তাহা বুঝা যাইবে। কাকামহাশয়ের এক জন দরওয়ান ছিল। নাম, কি-একটা “পাঠক"। এখন তাহা আমার মনে নাই। পাঠক বাটীর ভৃত্যাদির এবং রাখাল ও আমার নিকট “মহারাজ" খ্যাতি লাত করিয়াছিল। সকলে তাহাকে “পাঠক-মহারাজ" বলিত। তাহার কারণও ছিল। সে সকলেরই প্রিয়-নিরীহ, ধৰ্ম্ম-ভীরু, কোমলহৃদয়, পঞ্চাশস্বৰ্ষবয়স্ক ব্রাহ্মণ ; পূজা পাঠে রত, কিন্তু বেজায় বোকা । তাহার বোকামীও অনেক সময় আনন্দদায়ক হইত। তাহাকে শিশুরাও ভালবাসিত । , • #