পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

总歌8 e বঙ্কিমপ্রসঙ্গ পাঠক-মহারাজ নামমাত্র দরওয়ান ছিলেন ; অর্থাৎ, নিজেই সৰ্ব্বদা দরওয়ান সাজিয়া থাকিতেন । আসল দরওয়ানের কাজ অপরের দ্বারা হইত। তিনি নাগরা জুতায়, অৰ্দ্ধমলিন সাদা থান কাপড়ে, অপেক্ষাকৃত সিতপ্রভাবিশিষ্ট ফতুয়ায়, উৰ্দ্ধপুণ্ডে, ও উষ্ণীষম্পদ্বী হাতে-বাধা শ্বেত পাগড়ীতে সজ্জিত হইয় গেটের নিকট একটা টুলের উপর ছেলেদের লইয়া নিয়ত বসিয়া থাকিতেন। সেখানে তাহার অপর কাজ ছিল—নিতাকার সংবাদপত্র ও অন্যান্য ডাক লওয়া । ডাক লইয়া তিনি কাকামহাশয়ের টেবিলের উপর রাখিয়া আসিতেন । ইহা ভিন্ন বাহিরের ডাক লইয়া যাইতেন ; কাহাকেও ডাকিতে হইলে ডাকিতে যাইতেন। এই সকল শ্রমসাধ্য কাজ ছাড়া তাহাকে আর বড় একটা কিছু করিতে দেখি নাই। তিনি যে এক কড়া বুদ্ধি লইয়া ঘর করিতেন না, ইহা পিতৃব্যমহাশয় বিলক্ষণ, জানিতেন । সেই জন্য পাঠক-মহারাজের পক্ষে দ্বারবানের ন্যায় উচ্চ পদলাভ আশ্চর্য্যের কথা হইয়াছিল। যে কারণেই হউক, কাকামহাশয় লোকটিকে পছন্দ করিয়াছিলেন ; বুঝি তাহার ভিতরটা ভাল ছিল জানিয়া তাহাকে কোনরূপে একটা যোড়তাড়া কাজ দিয়া রাখিয়াছিলেন। কিন্তু দুষ্ট রাখাল, এহেন পাঠক-মহারাজের নিয়োগের দুরূহ কারণতত্ত্ব ভেদ করিবার জন্য অনেক মাথা ঘামাইয়াছিল। শেষে অনেক ভাবিয়া চিন্তিয়া সে এক দিন নিঃশ্বাস ছাড়িয়া আমাকে সাধু ভাষায় বলিয়াছিল, “বুঝিয়াছি, ইহা শ্বশুর মহাশয়ের তাহার শ্বশুর প্রতি প্রীতির