পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র ও দ্বারবান পাঠক R&6: ফল।” কথাটার তখন টীকা তাস্থ্যাদির প্রয়োজন হওয়ার আমি প্রশ্নের উপর প্রশ্ন করিলাম। রাখাল বলিল, “আরে জান না, তোমার কাকার শ্বশ্ৰঠাকুরাণী বলেন, ‘আহা ! পাঠক যথার্থই ভক্তিমান ব্রাহ্মণ ।' কাজেই পাঠক আর যান কোথা ?” পাঠক-মহারাজ একদিন পূজায় বসিয়া গীতার একাদশঅধ্যায়োক্ত অমৃতনিঃস্তন্দিনী স্তোত্রমালা ভক্তিগদগদকণ্ঠে আবৃত্তি করিতেছিলেন। তিনি সংস্কৃত বুঝিতেন মাথামুণ্ডু, এমন কি, দেবনাগরও বুঝি ভাল চিনিতেন না। কিন্তু বহুদিনের অভ্যাসবশতঃ তাহার আবৃত্তি মন্দ হইত না । তাহাতে আবার ভক্তির উচ্ছাস সে শ্লোকগুলিকে মধুময় করিয়া তুলিতেছিল। আমি তাহা শুনিতে শুনিতে “আনন্দমঠে"র পাণ্ডুলিপি লুকাইয়া পড়িব বলিয়া কাকার বৈঠকখানায় যাইতেছিলাম। সে দিন বোধ হয় রবিবার ছিল । সে সময় কাকা ভিতরে থাকেন বলিয়া আমি বৈঠকখানায় যাইতেছিলাম। তখন পাঠক-মহারাজের কণ্ঠে ধ্বনিত হইতেছিল,— ত্বমাদিদেবঃ পুরুষঃ পুরাণ ৰমস্ত বিশ্বস্ত পরং নিধানম্। বেত্তাসি ব্যেঞ্চ পরঞ্চ ধাম ত্বয়া ততং বিশ্বমনস্তরূপ ৷ বায়ুর্যমোহবিরুণ শশাঙ্ক: প্রজাপতিত্বং প্রপিতামহশ্চ |