পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিম-গ্রসঙ্গ ©o % hড়াইবার স্থান পাইয়াই কৃতাৰ্থ। রবিবাবুর প্রবন্ধপাঠ শেষ }ষ্টবার সঙ্গে সঙ্গে ; অপেক্ষাকৃত আখ্যাতনামা জনৈক ভদ্রলোক কিছু বলিতে উঠিয়াছিলেন। প্রথমে শিষ্টভাবে, শেষে রুক্ষভাব পরে অভদ্রোচিত ষ্টতর বচনবিদ্যাসে নানা রঙ্গভঙ্গ করিয়া শ্ৰোতাৰা সভাকে কোলাহলপূর্ণ করিয়া তুলিলেন। রবীন্দ্রনাথের ভাগে সেরূপ দৃপ্ত-দর্শন মাছ কখনও ঘটয়াছিল কি না, জানি না। বঙ্কিমবাবুর ত নিশ্চয়ই ঘটে নাই। সেই গোলটা মাইবার জন্ত আমি সামান্ত চেষ্টা করিয়াছিলাম। তাই ঙ্কিমচন্দ্র বলিলেন, “আমি পশ্চাতের দ্বার দিয়া বাছির হইবাব চষ্টায় ছিলাম, ভাগ্যে আপনি সে বিরাট গোলটা থামাষ্টতে রিয়াছিলেন, তাই কাল মান বঁাচাইয়া বাড়ী আসিয়াছি।” শ্ৰীচণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়।