পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র 8 לסי ক্ষমতা আছে, রীতিমত চর্চ রাখলে –ভবিষ্যতে ভাল হবে। তুমি তাকে বলে, আমার খুব ভাল লেগেছে”। আমি আবার একটা “আন্দ্রে” বাহির করিলাম। বঙ্কিম বাৰু আবার বলিলেন, “আমার বইগুলি এত ভাল করে পড়েছে ; আমার উপন্যাসের নায়ক নায়িকাদের নিয়ে এতগুলি কবিতা লিখেছে, এতে আমার আনন্দ হবে, এ কিছু বেশী কথা নয় ; আমার নিজের কথা এমন করে কেউ লিখলে, খারাপ হলেও হয়ত ভাল লাগ তো, কি বল ? সে জন্ত ত আমার আহ্লাদ হবেই, আর তা বলতেই বা দোষ কি ? কিন্তু আমি সে কথা বলছি না, সত্যই এর কবিতা লেখবার ক্ষমতা আছে, কবিতাগুলি বেশ হয়েছে ; তুমি তোমাদের পুটকে বলে, আমার খুব ভাল লেগেছে। আমার আশীৰ্ব্বাদ জানিও !” আমি বলিলাম, “বলিব । পুট শুনলে খুব খুনী হবে। সেদিন বিহারী বাবুও কবিতা গুলির প্রশংসা কছিলেন।” বঙ্কিমবাবু বলিলেন,—“কোন বিহারীবাবু ?” আমি বলিলাম, “সারদা-মঙ্গলের বিহারী চক্রবর্তী।” বঙ্কিমবাবু। “ৰ্তার সঙ্গে তোমার আলাপ আছে ? তিনি কি করেন ?” আমি যাহা জানিতাম, বলিলাম। বিহারী বাবু পৌরহিতা করিতেন, এ প্রশ্নের উত্তরে উহাই বলিতে হয়, তাই বলিয়াছিলাম। কিন্তু “সারদা মঙ্গলের” কবি, আমার মনে হয়, সংসারের কিছুঠ করিতেন না। তিনি করিতেন, সাহিত্যের পৌরহিত্য । গুরু