পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՎԵ83 বাঙ্কমচজ এক সঙ্গে মনে হইতেছে। তাতাদের কত যত্ন, কত চেষ্ট ভগ্নে স্থতাহুতি হইয়াছে। তাহদের কত আশা বিফল করিয়াছি । কিন্তু বিনিময়ে কি পাইয়াছি ? সে সম্ভাবনা কি আর ফিরিবে ? তাহার বিনিময়ে আগঞ্জ সে সৰ্ব্বস্ব-জীবন দিতে পারি। বঙ্কিমবাবু বলিলেন “তোমার সেই প্রবন্ধ পড়িয়াছি।” “আপনার কি মত ?” “তুমি সম্পাদক—তোমার মত কি আগে জানি ?” “আপনি যাহা বলিবেন, তাছাই করিব। আমার মতের মূলা কি ? আপনার মত কি বলুন ?” বঙ্কিমবাবু আমার দিকে একটু তীক্ষ দৃষ্টিপাত করিয়া বলিলেন, — ‘‘আগে তোমার মত কি বল ।” আমি বলিলাম, "আমার ছাপিবার ইচ্ছা নাই ।” "কেন ? তুমি কি সমুদ্ৰ-যাত্রার বিপক্ষ ? আষাঢ় মাসের ‘সাহিত্যে' ত ‘সমুদ্র-নারা’র পোষক প্রবন্ধ ছাপিয়াছ ?” "প্ৰবন্ধ লিখিত ও যুক্তিযুক্ত কি না, তামরা তাঙ্গই দেখি । আমাদের মতের বিরুদ্ধ হইলেও আমরা ছাপি ।” “তবে এটা ছাপিবে না কেন ?” “যাঙ্গর সমুদ্র-যাত্রাব বিপক্ষ, তাঙ্গর সমুদ্ৰ-যাত্রার পক্ষদিগকে গালি দিতেছে । এ পক্ষ হইতে সমুদ্ৰ-যাত্রার বিপক্ষদিগকে গালি দিয়! সেই দলে ঢকিয়া কোনও লাভ নাই ।” “গালি, ব্যঙ্গ, বিদপ কি সব সময়ে মন্দ ?—অনেক সময়ে বিন্দ্রপে অনেক কাজ হয় ; জান ?”