পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰঙ্কিমচন্দ্র Վ88 Ց আমি বলিলাম, “এ লেখাটি কি আপনার ভাল লাগিয়াছে ? —ইহার ব্যঙ্গ —” বঙ্কিমবাবু বলিলেন, “তোমার কি মনে হয় ?” আমি বলিলাম, “আমার খুব smart মনে হয় নাই ।” “সবই কি খুব smart হয় ?” আমি বলিলাম, “প্রতিপক্ষকে বাদর বলিলে কি রসিকতা হয় ? পুরাণে কামুন্দী ঘাটিয়া লাভ কি ?" “পুরাণে কানুন্দী ?” “আপনার সেই ব্যাঘ্ৰাচাৰ্য্য বৃহন্নাঙ্কুলের চব্বিতচর্বণ। ইহাতে মৌলিকতা নাই। সাহিত্যের হিসাবেও রচনাটি আমার এমন সার্থক মনে হয় নাই—যে জন্য, গোড়াদের যে ব্যবহারের নিন। করি, সেই কুকাৰ্য্য নিজেরা করিতে পারি।—তবে আপনি যদি ভাল মনে করেন—” “না ; আমি তোমার সব কথা ন শুনিয়া কিছু বলিব না । — বাৰু যদি চটেন ? তোমাৰ কাগজে তিনি খুব লেখেন, এবং বেশ লেখেন ।” “আমি বুঝাইয়া, মিনতি করিয়া চিঠি লিখিব -তাতেও যদি চটেন আমি কি করিব ” আমি বুঝিলাম, বঙ্কিমবাবু আমার কথা শুনিয়া খুলী হইলেন । পকেট হইতে সেই রস-রচনাটি বাহির করিয়া আমার তাতে দিয়া বলিলেন,-“ আমি সম্পাদক ইলে, ইঙ্গ ছাপিতাম না। আব va, fii– a abru a original-smart,-to th.