পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰঙ্কিমপ্রসঙ্গ నీt) আমি বলিলাম,“র্তাহার ‘প্রবাহ’ ত নাই। তিনি কি আবার— *ন ; তিনি ‘নব্য ভারতের জন্য ধরিয়াছেন। সেদিন তাহাকে বলিয়াছি –আমা দ্বারা হইয়া উঠিবে না। —এখন, তিনটী লিখিতে পারিলেও হয় । ত যে কবে পারিয়া উঠিব, তা ত বলিতে পারি না ।” এমন সময়ে মুরলী আসিয়া খবর দিল, তারাণবাবু আসিয়াছেন বঙ্কিমবাবু র্তাহাকে লইয়া আসিতে বলিলেন। বঙ্কিমবাবু বলিলেন 'হারাণচন্দ্র কেন ভাসিয়াছেন, জান ?—বঙ্গবাসী’র যোগেনবাবু হারাণবাবুকে আর এক দিন পাঠাইয়াছিলেন। জন্মভূমি’র জন্য আমার উপন্যাস চান । পাচ শত ধাকা, দিতে চাহিয়াছেন।” এমন সময়ে হারাণবাবুর প্রবেশ। হারাণবাবু স্বনামধন্য, এখন রায় সাহেব হইয়াছেন। কোনও চন্দ্রকেই প্রদীপ জালিয়া দেখাইতে হয় না। হারাণচন্দ্রের জন্ত মশাল জালিলে অভিমানী রায় সাহেব আমাকে ক্ষমা করিবেন না । বঙ্কিমবাবু বলিলেন, “বঙ্গুন হারাণবাবু।– আমি পারিয়া উঠিব 미 1” হারাণবাবু একটু জিদ করিতে লাগিলেন, টাকার পরিমাণ বাড়িতে পারে, তাহাও আভাস দিলেন। কিন্তু বঙ্কিমবাবু বলিলেন, না। তার পর হারাণবাবুকে বলিলেন, “সাহিত্যের get-up দেখুন ।” হারাণবাবু বলিলেন, “কখানিই বা ছাপা হয় ? জন্মভূমি অনেক ছাপিতে হয়, ; জন্মভূমি’র ছাপাও মন্দ নয়।”