পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

v') @ 8 বঙ্কিম-প্রসঙ্গ গৌরবপরাগরূপে ধারণ করিতে পাইব না । হে দিব্যজ্যোতিঃ ভারতীর বরপুত্র-তুমি সমগ্র এ গৌড়ের ভক্তিপুষ্পমালা বক্ষে ধারণ করিয়া চন্দনকাষ্ঠের সৌরভময় অগ্নিরথে আরোহণ পূৰ্ব্বক হাসিতে হাসিতে সেই যে ত্রিদিবধামে চলিয়া গেলে, আর আসিলে না । সে অবধি তোমার জন্ত আমরা নিত্য বিলাপ করিতেছি । আমাদের এ বিলাপ তোমার সে সুখধামে পৌছায় কিনা জানি না। কিন্তু তুমিই একদিন তোমার হৃদয়বন্ধু দীনবন্ধুর শোকে বিলাপ করিয়াছিলে— কনু মাং ত্বদধীনজীবিতং কিনীকীৰ্য্য ক্ষণভিন্নসৌহৃদঃ । নলিনীং ক্ষতসেতুবন্ধনে জলসংঘাত ইব বিদ্রুতঃ ॥ এ বিলাপের শেষে তুমিই আবার বলিয়াছিলে— ‘স্বর্গে মৰ্ত্ত্যে সম্বন্ধ আছে । সেই সম্বন্ধ রাখিবার নিমিক্ত এইরূপ উৎসর্গ হইল।” ছে দীনবঙ্গের ভাববন্ধু, আমরাও আজ তোমার কথায় তোমার জন্ত বিলাপ করিতেছি । তোমাকে আমাদের বার মাসই মনে পড়ে। তোমাকে লইয়াই আমাদের ঋতুবর্ণনা, বর্ষ গণনা হয়। বৈশাখী শুক্লা সপ্তমী আসিলেই দেবীরাণীর ঋণজাল হইতে ব্ৰজেশ্বর সেদিন মুক্ত হউন আর নাই হউন, তোমাকেই মনে পড়ে। জ্যৈষ্ঠমাস তুফানের সময় আসিলেই, নগেন্দ্রনাথ, স্থৰ্যমুখীর মাথার দিব্য মাথায় করিয়া নৌকাযাত্রা করুন আর নাই করুন, তোমাকেই মনে পড়ে। যখন কালধৰ্ম্মে প্রদোষকালে’ প্রবল ঝটিকাবৃষ্টি আরম্ভ হয়, তখন নৈশগগন নীলনীরদ-মালায়