পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* বঙ্কিম-প্রসঙ্গ তাহাকে বীণাযন্ত্রে পরিণত করিয়া তুলিয়াছেন। পূৰ্ব্বে যাহাতে কেবল স্থানীয় গ্রাম্যমুর বাজিত আজ তাহা বিশ্বসভায় শুনাইবার উপযুক্ত ধ্রুবপদ অঙ্গের কলাবতী রাগিণী আলাপ করিবার যোগ্য হইয়া উঠিয়াছে। সেই র্তাহার স্বহস্তসম্পূর্ণ স্নেহপালিত ক্রোড়সঙ্গিনী বঙ্গভাষা আজ বঙ্কিমের জন্য অন্তরের সহিত রোদন করিয়া উঠিয়াছে। কিন্তু তিনি এই শোকাচ্ছদের অতীত শান্তিামে দুষ্কর জীবনযজ্ঞের অবসানে নিৰ্ব্বিকার নিরাময় বিশ্ৰাম লাভ করিয়াছেন। মৃত্যুর পরে তাহার মুখে একটা কোমল প্রসন্নত, একটা সৰ্ব্বদু:খতাপহীন গভীর প্রশান্তি উদ্ভাসিত হইয়া উঠিয়াছিল— যেন জীবনের মধ্যাহ্নরৌদ্রদগ্ধ কঠিন সংসারতল হইতে মৃত্যু তাহাকে স্নেহ-সুশীতল জননীক্রোড়ে তুলিয়া লইয়াছে। আজ আমাদের বিলাপ পরিতাপ তাহাকে স্পর্শ করিতেছে না, আমাদের ভক্তিউপহার গ্রহণ করিবার জন্ত সেই প্রতিভাজ্যোতিৰ্ম্ময় সৌম্য প্রসন্নমূৰ্ত্তি এখানে উপস্থিত নাই। আমাদের এই শোক এই ভক্তি কেবল আমাদেরই কল্যাণের জন্ত। বঙ্কিম সাহিত্যক্ষেত্রে যে আদর্শ স্থাপন করিয়া গিয়াছেন এই শোকে এই ভক্তিতে সেই আদর্শপ্রতিম আমাদের অন্তরে উজ্জল এবং স্থাকিপে প্রতিষ্ঠিত হউক। গ্রহরে পিলর অর্থ এবং সামর্থ আমাদের যদি না থাকে, তবে এক আর অহীর মহৰ সৰ্ব্বতোভাবে মনের মধ্যে উপলব্ধি করাঞ্জাকে আমাদের বহৃদরের স্বরশস্তম্ভে স্থায়ী করিয়া রাখি। ইংরেজ এt ইংরেজের আইন চিরস্থানী নহে, রাজনৈতিক, ধৰ্ম্মনৈতিক, সমাজনৈতিক মতামত সন্তার পরিবর্তি হইতে পারে। যে সকল