পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२ বঙ্কিম-প্রসঙ্গ করিয়া ও বালকগণ চুটাছুটি ছাড়িয়া ঐ স্থানে কথকঠাকুরের মুখপানে ছা করিয়া চাহিয়া আছে । i একখানি চৌকির উপর পুরু গালিচাতে কথকঠাকুর বসিয়৷ আছেন। শীর্ণ ও শুষ্ক শরীর, দেহের মধ্যে কোনও স্থানে সরু মোট নাই ; নাসিকাটি বড় লম্বা ও তাহার উপরের ফোটাটিও তদ্রুপ লম্বা ; নাসিকার উভয় পার্থে চক্ষু দুটি এত ক্ষুদ্র যে, দেখিলে ডেয়ো পিপড়ে মনে হয়। মস্তক কেশহীন, কণ্ঠে তুলসীর মালা, গলায় একছড়া মালা, গাত্রে নামাবলী, সন্মুখে একখানি পুথি, উহাতে যথেষ্ট চন্দনের চিহ্ন,–বোধ হয় কথকঠাকুর প্রত্যহ উহার পূজা করিতেন ; অথবা সরস্বতী-পূজার সময় উহার উপর প্রচুরপরিমাণে চন্দন ঢালিয়াছিলেন। র্তাহার পশ্চাতে একটি তাকিয়া ; কথকঠাকুর বক্তৃতা করিতে করিতে, ঘাড় নাড়িতে নাড়িতে, এক একবার ঐ তাকিয়াতে ঠেস দিতেছেন। র্তার হাত মুখ নাড় বড় রহস্তজনক, বিশেষত: শ্বেত স্ববৃহৎ"দন্তগুলির জন্য আরও রহস্তজনক । ইনি স্থানীয় কথক, সময়াভাবে স্থানান্তর হইতে কথক আন श्ञ नांझे । - বেদীর বামপাশ্বে কতকগুলি বালক বসিয়া কথকঠাকুরের মুখ প্রতি চাহিয়া আছে। তন্মধ্যে একটী বালককে দেখিলে অসামান্ত ৰলিয়া বোধ হইবে। রূপবান বলিয়া নহে, তাহার মুখে কি এক অনিৰ্ব্বচনীয় ভাব ছিল, সেই জন্ত তাহাকে সকলেই লক্ষ্য করিত। তাহার বয়ঃক্রম দশ, এগার, কি বার বৎসর হইবে। উপনয়ন হইয়াছে; এমন কি, বিবাহ হইয়াছে। বালিকাপী সকলের কোলে