পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র ও কথকঠাকুর ২৩ কোলে বেড়াইত। বালকটি গৌরবর্ণ ক্ষীণদেহ, কিন্তু সৰ্ব্বাঙ্গ সুগঠিত, মাথায় একরাশি কোকড়া কোকড়া কাল চুল। নাসিকা দীর্ঘ ও উন্নত। চক্ষু দুইটি অসাধারণ উজ্জ্বল, বড় চঞ্চল, এবং তাছার দৃষ্টি তীব্র । ঠোঁট ছুখানি পাতলা ও চাপা ; তাহাতে সৰ্ব্বদা হাসি থাকিত—(এমন কি, তার মৃত্যুর সময়েও ঐ হাসি দেখিয়াছি) । বালকের গায়ে একটা সাদা জামা ছিল ; shirt নহে, যাহাকে সেকালে পিরাণ বলিত । ইনিই বঙ্কিমচন্দ্র, ইহারই পিতামহীর স্বৰ্গারোহণ উপলক্ষে কথকতা হইতেছিল। তিন সপ্তাহকাল গঙ্গাতীরে বাস করিয়া পূজার ষষ্ঠীর দিন তাহার পিতামহী স্বর্গারোহণ করেন। বালক বঙ্কিমচন্দ্রের আশে পাশে চার পাচটি বালক বসিয়া ছিল ;–কেহ বা বয়োজ্যেষ্ঠ, কেহ বা বয়ঃকনিষ্ঠ। এই লেখকও ঐ দলে বসিয়াছিলেন। বঙ্কিমচন্দ্র কখকের মুখ প্রতি চাহিতেছেন, আর বহুদিগকে কি বলিতেছেন, তাহারা টিপি টিপি হাসিতেছে। কথকতা এবং সঙ্গীত র্তাহার ভাল লাগিতেছিল না, ঐ সম্বন্ধে তিনি মন্তব্য প্রকাশ করিতেছিলেন, আর বালকের হাসিতেছিল। এই সময়ের দুই একটা কথা আমার অস্থাপি স্মরণ আছে। ঐ কথাগুলি বঙ্কিমচন্দ্রের বাল্যকালের রহস্তপ্রিয়তার পরিচায়ক বলিয়া নিয়ে প্রকটিত করিলাম — বঙ্কিমচন্দ্র। কথকঠাকুরের নাকটা বড় পেটুক । একটি বালক। মানুষ পেটুক শুনিয়াছি, মানুষের লাৰু পেটুক, এমন ত কখনও শুনি নাই। - बढिश्। अबि ८ङमारक दूकाहेङ्ग डिष्ट्रि, सन , कथक