পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ని: বঙ্কিম-প্রসঙ্গ তাহাকে ধরিল। অবশেষে এই সন্তোবিধবা স্ত্রী মূৰ্ছিত হইয় পড়িল। বঙ্কিমচন্দ্রের চক্ষে জল আসিল, সকলেরই এরূপ হইল। নৌকাতে অবস্থিতিকালে বঙ্কিমচন্দ্র সন্ত: একটা গীত রচনা করিলেন। ঐ নৌকাতে এই লেখক ছিলেন, তাহাকে চুপি চুপি ঐ গানটি শুনাইলেন ; কেন না, তাহার অগ্রজের ঐ নৌকাতে ছিলেন। কিছুদিন ঐ গানটি মল্লার রাগিণীতে প্রচলিত ছিল, পরে লুপ্ত হইয়া যায়। গানটির প্রথমাংশ আমার মনে আছে, আর নাই ; १५] : "হারালে পর পায় কি ফিরে মণি—কি ফণিনী, কি রমণী ?”