পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এস এস বধু এস! やが) পুরাতন লেখকদিগকে নিরস্ত করিয়াছিলেন । কিন্তু বঙ্কিমচন্দ্রের এক একখানি পুস্তক প্রকাশিত হইত, আর র্তাহারা ঝাকিয় উঠিতেন। তাহাদের ইচ্ছা ও চেষ্টা ছিল যে, বঙ্কিমচন্দ্রের পুস্তক লেখা বন্ধ হয়। কেন না, উহা অসাধু ভাষায় লিখিত, এবং বিদেশীয় ভাবে পরিপূর্ণ, উহা পাঠ করিলে লোকের অনিষ্ট ভিন্ন ইষ্ট্রের সম্ভাবনা নাই। কিন্তু র্তাহাদের চেষ্টা সফল হইল না, তাহারা সরিয়া দাড়াইলেন। বঙ্কিমচন্দ্রের ভাষা দুৰ্দ্ধমনীয় বেগে বঙ্গদেশ প্লাবিত করিল। ঐ ভাষার নামকরণ হইল বঙ্কিমী ভাষা, এবং তঁহার পুস্তকের “দূষিত বিদেশীয় ভাব” জাতীয় উন্নতির ভিত্তি সংস্থাপন করিল। vবাহা হউক, এবারে মহাঅষ্টমীর সেই রাত্রের কথা বলি। রাত্রি তখন অধিক হইয়াছিল। আলস্ত বোধ হওয়াতে আমি একট তাকিয়া মাথায় দিয়া শয়ন করিলাম, ঘুমাইয়া পড়িলাম । কতক্ষণ ঘুমাইয়াছিলাম জানি না, হঠাৎ নিদ্রিতাবস্থায় অতিদূৰ্বনিঃস্থত মধুর সঙ্গীত কর্ণকুহরে প্রবেশ করিল। আমার যে কি মুখামুভব হইল, তাহ যাহার নিশিতে অৰ্দ্ধনিদ্রিত অবস্থায় মধুর সঙ্গীত শুনিয়াছেন, তাহারাই কেবল অনুভব করিতে পরিবেন। ক্রমে বুঝিতে পারিলাম, আমার নিদ্রাভঙ্গ হইয়াছে, আর পূৰ্ব্বোল্লিখিত কীৰ্ত্তন গায়কটি ঐ ঘরে একটা গীত গায়িতেছিল। যেমন মধুর গীত, তেমনই মধুর স্বর। আমি স্থিরভাবে রহিলাম, পাছে নড়িলে এ মোহ ঘুচিয়া যায়। অনেকক্ষণ ধরিয়া গায়ক গীতটি গালি। গীতটি এই— -