পাতা:বঙ্গদর্শন-অষ্টম খণ্ড.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ט\e 3 কয়িল। পরে মিমাইয়ের স্বামী বাড়ী ফিরিয়া আসিল দেখিয়া শান্তি উঠিয়া আপনার কুটীরে গেল। কুটীরে গিয়া দ্বার রুদ্ধ করিয়া উননের ভিতর হইতে কতকগুলি ছাই বাহির করিয়া তুলিয়। রাখিল । অবশিষ্ট ছাইয়ের উপর, নিজের জন্য যে ভাত রান্না ছিল, তাহ ফেলিয়া দিল । তার পরে দাড়াইয়া দাড়াইয়। অনেকক্ষণ চিত্ত করিয়া আপন আপনি বলিল, “এতদিন যাহা মনে করেছিলাম, আজ তাহ করিব । যে আশায় এত দিন করি নাই তাহা সফল হইয়াছে। সকল কি নিস্ফল— নিষ্ফল ! এ জীবনই নিষ্ফল । যাহা সঙ্কল্প করিয়াছি তাহা করিব । এক বারেও যে প্ৰায়শ্চিত্ত, শত বারেও তাই ।” এই ভাবিয়া শাভি ভাত গুলি উননে ফেলিয়া দিল । বন হইতে গাছের ফল পাড়িয়া আনিল। অল্পের পরিবর্ভে তাঁহাই ভোজন করিল । তার পর তাহার যে ঢাকাই শাড়ীর উপর নিমাইমণির চোট তাহা বাহির করিয়া তাহার পাড় ছিড়িয়া ফেলিল। বন্ধের যেটুকু অবশিষ্ট রছিল গেরিমাটীতে তাহ বেশ করিয়া রঙ করিল । বস্ত্র রঙ করিতে, শুকাইতে সন্ধ্যা হইল । সন্ধ্য হইলে দ্বার রুদ্ধ করিয়া, “অতি চমৎকার ব্যাপারে শাভি ব্যাপৃত হইল । মাথার রুক্ষ আগুল্‌ফলম্বিত কেশদামের কিয়দংশ কাচি দিয়া কাটিয়া পৃথক করিয়া রাখিল । অবশিষ্ট যাহা মাথায় রহিল তাহ বিনাইয়। বিনাইয়। জটা তৈয়ারি করিল। রুক্ষকেশ অপূৰ্ব্ব বঙ্গদর্শন । ( জাষাঢ় । বিষ্ঠাসবিশিষ্ট জটাভারে পরিণত হইল । তারপর সেই গৈরিক বসন,খানি অর্ধেক ছিড়িয়া ধড়া করিয়া চারু অঙ্গে শাভি পরিধান করিল। অবশিষ্ট অর্ধেকে হৃদয় আচ্ছাদিত করিল। কিন্তু কিছুইতে ঢাকিল । না। সে হৃদয়ের অপূৰ্ব্ব গঠন-শোভা বস্ত্রের উপর হইতে সম্পূর্ণ অনুমেয় রহিল। ঘরে এক খানি ক্ষুদ্র দর্পণ ছিল, বহুকালের পর শক্তি সেখানি বাহির করিল ; বাহির করিয়। দর্পণে আপনার বেশ আপনি দেখিল। দেখিয়া বলিল “হায় ! কি করিয়া কি করি।” তখন দৰ্পণ কেলিয়া দিয়া, যে চুলগুলি কাটা পড়িয়া ছিল তাহ লইয়া শ্বশু ওম্ফ রচিত করিল, চাদমুখ খানি নবীন দাড়ি গোপে শোভা পাইতে লাগিল । তার পর ঘরের ভিতর হইতে এক বৃহৎ হরিণচৰ্ম্ম বাহির করিয়া কণ্ঠের উপর গ্রস্থি দিয়া কণ্ঠ হইতে জামু পৰ্য্যন্ত শরীর আবৃত করিল। যদি কোন কবি সে রূপ দেখিত, তাহ হইলে এই নবীন "কৃষ্ণত্বচং গ্রস্থিমতীং দধানাকে” দেখিয়৷ এবার মন্মথের বিনাশ দূরে থাকুক, পুনরুজ্জীবনের শঙ্কা করিত । এইরূপে সজ্জিত হইয়৷ সেই নূতন সন্ন্যাসী গৃহমধ্যে ধীরে ধীরে চারিদিক নিরীক্ষণ করিল। নিরীক্ষণ করিয়া কেহ কোথায় নাই নিশ্চিত বুঝিয়া, অতি গোপনে সংরক্ষিত একটী পেটিকা খুলিল। খুলিয়া তাহ। হইতে একটী মোট বাহির করিল। মোট খুলিয় তাহার ভিতর বাহ ছিল তাহা । মাটীর উপরে সাজাইল । কতকগুলি ভুল