বাল্মীকি ও তৎসাময়িক বৃত্তান্ত ఫిళ ® বাল্মীকি ও তৎসাময়িক বৃত্তান্ত। is পূর্ব প্রকাশিতের পর । । শিল্প বাণিজ্য ও ব্যবসায় এই সময়ে কাহার কাহার হাত দিয়া সম্পন্ন হইত তাহা বিবেচ্য। রামায়ণের বহুস্থানে বহুবিধ ব্যবসায়ী ও শিল্পীর নাম উল্লেখ আছে, সেই সকল এই সংকীর্ণ স্থানে উদ্ধত হইতে পারে মা। তবে এক স্থলে যথায় বহুতর শিল্পী ও ব্যবসায়ীর নাম একত্রে আছে, তাহা উদ্ধত করা যাই তেছে। রামায়ণের অযোধ্যাকাণ্ডে ত্রয়োশিতিতম সর্গে" ভরত যৎকালে রামের অনুসরণে সসৈন্যে চিত্ৰকূট পৰ্ব্বতে গমন করেন, তৎকালে নিম্নলিখিত শিল্পী ও ব্যবসায়িগণ র্তাহার সঙ্গে গমন করিয়াছিল । । “ মণিকারাশ্চ যে কেচিৎ কুস্তকারাশ্চ শোভনঃ । সূত্ৰকৰ্ম্মবিশেষজ্ঞ যে চ শস্ত্রোপ - জীবিনঃ ॥১২ মায়ুরকাঃ ক্রাকচিকা বেধক রোচক - ; " স্তথা । দস্তকারীঃ স্বপকার যে চ গন্ধোপ জীবিনঃ ॥১৩ স্থবৰ্ণকীরা প্রখ্যাতাস্তথা কম্বলকারকাঃ। মাপকোষোদক বৈদ্যা ধূপিকা শোণ্ডিকা- | - - স্তথাঃ ॥১৪ রজকাস্তুল্লবায়াশ্চ গ্রামঘোষ মহত্তরাঃ। শৈলুম্বাশ্চ সহ স্ত্রীভিধান্তি কৈবৰ্ত্তক ·、,。 স্তথা।”১৫ . نتي - ". " | স্রোত অপ্রতিহতভাবে প্রবাহিত इंहेउ o না। সুতরাং তস্ক্রপ বাধাজনিত তদ্বি | | মণিকার, সুত্ৰকৰ্ম্মবিশেষজ্ঞ (তত্ত্ববায়রামানুজ) কুম্ভকার, শস্ত্রোপজীবী (শস্ত্র নিৰ্ম্মাণোপজীবিনঃ—রী) মাযুৱক (ময়ু । পিচ্ছৈঃ ছত্রাদিব্যঞ্জনকারিণঃ-রা) ক্রাকচিক(করপত্রংতেন জীবস্তিতে ক্রাকচিকাঃ —রা,করাতি),বেধক (মণিমুক্তাদিবেধকর্তারঃ—রা,) দস্তকারঃ (গজদন্তাদিভিঃ সমুদ্রকাদিকর্তারঃ—র) গন্ধোপজীবী (গন্ধ দ্রব্য, বিক্রয়িকাঃ—র,) সুবর্ণকার, কম্বল কার,স্বাপক,অঙ্গমৰ্দ্দক,বৈদ্য,ধূপক, (ধুপবিক্রিয়য়া জীবিনঃ—র) শোণ্ডিক, রজক, তুন্নবায় (স্বচ্য সীবনকৰ্ত্তারঃ-রা, দর্জি) মুধাকার (যে টুর্ণ লেপন করে,) শৈলুম্বাশ্চ সহ স্ত্রীভিঃ বাইজি এবং { ভেড়ো,) কৈবৰ্ত্ত । এই উদ্ধত অংশ দ্বারা একবারে তিনটি বিষয় জ্ঞাত হওয়া যাইতেছে । প্রথমতঃ শিল্পকার্য ও ব্যবসায় বহুবিধ স্বষ্টি হইয়াছে। দ্বিতীয়তঃ ব্যবসায় এবং লা- 1 তের আকরস্থান রাজধানী অযোধ্যাপারত্যাগ করিয়া, যখন লাভের সর্বপ্রকার | আশার ধ্বংসস্থল চিত্রকুটের জঙ্গলে রাজাজ্ঞায় শিল্পী ও ব্যবসায়ীরা গমনে বাধ্য হইয়াছে, তখন ইহা অনুমেয় যে ব্যবসায়ী ও শিল্পীদিগের কার্য্যপথে স্বাধীনতা যয়ের অনুগামী যে অমঙ্গল ও মান্যত, ।
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/১০১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।