3 করিয়া আপনাদিগের স্বতন্ত্রতা করে। নেক সময়ে অপেক্ষাকৃত অসভ্য জাতির বাসস্থল হয়। আমেরিকা ও সাইবিবিয়ায় বুদ্ধিমান লোকে বিবেচনা করেন যে, ཐག་མཱ་ཡཱ་མ, আঃ ১২৮২ o - যায়। কিন্তু আবার যখন কোন দেশে বিজেতৃদঙ্গ প্রবেশ করে, তখন পরাজিত ব্যক্তিবর্গ পৰ্ব্বতপ্রদেশে আশ্রয় গ্রহণ করে । আৰ্য্যদিগের আক্রমণে এদেশে সঁওতাল পাহাড়িয়া প্রভৃতি জাতির এইরূপ দশা হইয়াছে। জঙ্গলে সভ্যতা বিস্তারের প্রতিবন্ধকতা করে। অরণ্য কাটিয়া কৃষিকার্য্যের অধিকার-বৃদ্ধি, সভ্যতা বিস্তৃতির একটি প্রধান লক্ষণ। ইউরোপখণ্ডে সৰ্ব্বত্রই পূৰ্ব্বে বন ছিল । কিন্তু বহুকাল হইল নৈসর্গিক কারণে বা মনুষ্যের প্রভাবে দক্ষিণ ও পশ্চিম প্রদেশের কানন সকল বিনষ্ট হয় ; এবং সেই প্রদেশেই অগ্ৰে সভ্যতার উদয় হয়। গ্রীস, ইতালী, স্পেন, ফ্ৰান্স, ও ইংলণ্ড, ইহার দৃষ্টান্ত স্থল। জঙ্গলের অধিবাসীর প্রায়ই অ সভ্য, এই কারণে জঙ্গলিয়া বলিতে অসভ্য বুঝায় । যখন কোন দেশ বিজিত ও উপনিবেশিত হয়,তখন পরাভূত জাতি অনেকস্থলে নিবিড় বনে প্রবেশ রক্ষা এই নিমিত্ত কানন প্রদেশ অ দেখা যায় যে, যাহারা জঙ্গলে বসতি করে, তাহাদিগের প্রকৃতি কিয়ৎপরিমাণে । জঙ্গলিয়া হইয় যায়। কোন কোন মৰ্ম্মণদিগের বহুবিবাহ আমেরিকার আদিম নিবাসীদিগের নিকট হইতে অনুকৃত। ལམ་མཐོ་བ་ཐ་མ་མཆབ་མ། মঙ্গুষ্য ও বহি জগৎ । تتت تتخذت تتشتتة ক্ৰছ-ল লমন্ত্ৰল
- >ર૮
যাহার। গ্রীষ্মপ্রধান দেশের জঙ্গলে । বাস করে, তাহারা দুৰ্ব্বল,ক্ষুদ্রকায়, কদা-1 কার, ও নিৰ্ব্বোধ হয় । * হিমালয়ের . দক্ষিণস্থ শালবনের মেচির, সিংহলের বৃহদরণ্যের বেদেগণ, মাডাগাস্কার দ্বীপের । জোলাহিরা, ফুেরিড উপদ্বীপের নিবিড় কাননের আমেরিকেরা ইহার প্রমাণ । যেস্থানে বহুদূরব্যাপী কানন থাকে, সে । স্থানের ভূমি এত সলিলসিক্ত হয়, যে তাহা মনুষ্যের পক্ষে অস্বাস্থ্যকর হয় । ইহাই বোধ হয় জঙ্গলবাদীদিগের অব নতির কারণ । বাহাজগতের অবস্থাভেদে মানবেতিহাসে কিরূপ ফলভেদ ঘটিয়াছে, আমরা দেখাইলাম। কিন্তু কেহই যেন মনে করেন না যে, কেবল দৈশিক সংস্থান দ্বারা, কেবল চতুঃপার্শ্ববৰ্ত্তী বহিঃপদার্থ | দ্বারা ইতিহাসের ঘটনামালার ব্যাখ্যা করা : যায়। প্রত্যেক জাতির অস্তৰ্হিত শক্তিও । নীলনদের তীরে : কাফিরা থাকিলে যে তাহারা প্রাচীন । এস্থলে গণনীয় । মিসরবাসীদিগের ন্যায় সভ্য হইতে পারিত, কে সাহস করিয়া বলিবে ? আর্য্যেরা যদি ভারতবর্ষে না আসিতেন, । তাছাহইলে কি এদেশে বাল্মীকি বা । কালিদাসের ন্যায় কবি, গৌতম বা কপিলের স্থায় দার্শনিক, এবং আর্য্যভট্ট বা ভাস্করাচার্য্যের ন্যায় গণিতবেত্ত জন্মিত ? : যদি বাহবন্তু হইতেই সমুদয় হয়, তাহ হইলে মিসর, ব্যাবিলনিয়া ও গ্রীসের সভ্যতা অন্তৰ্হিত --- হইল কেন ? দেশের |