পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बलम म श्राः, ४९०२) শৈশব সহচরী। উপন্যাস। । প্রথম পরিচ্ছেদ। বিপদে আরম্ভ। অস্তগমনোন্মুখ স্থৰ্য্যের হেমাভ রৌদ্র, ভাগীরথীর তীরস্থিত বৃক্ষ সকলের অগ্রভাগ প্রদীপ্ত করিতেছিল ; মন্দ মন্দ মারুতহিল্লোলে নদীর হৃদয় ঈষৎ চঞ্চল হইতেছিল ; নদীর উভয় পাশ্বে মনুষ্য বা মনুষ্যবসতিয় কোন চিকু অথবা অন্য কোন শব্দ ছিল না, কেবল মাত্র সমীরণ সঞ্চালিত নদীতীরস্থ বৃহৎ বৃক্ষদিগের শন শন শব্দ, আর অনন্তপ্রবাহিণী ভাগীরথীর অনস্ত সাগর সম্ভাষণে গমনের কলকল রব শুনা যাইতেছিল। রজনীকান্তের ক্ষুদ্র জলযান, কোন বৃহৎ শ্বেতপক্ষীর ম্যায় শ্বেতপক্ষ বিস্তুত করিয়া নাচিতে নাচিতে ভাগীরথীর বিশালবক্ষে বিচরণ করিতেছিল। জলোচ্ছ, সে যেমন ভাগীরথীর বারিরাশি উছলিতে ছিল, পিতৃ মাতৃ সম্ভাষণাকাজা সুখ রজনীকাস্তের হৃদয়ে তেমত উছলিতে ছিল। ছিলেন, রজনী একাগু চাহার না | নীর মুখমণ্ডল ভাবিতেছিন। সেই - যত্ন, সেই ঘাত চি *লেন। তিনি বা পহছি ক ছিলেন । অনেক দিবসের পর রজনী বাট যাইতে তীর দৃষ্ট করিভুছিলেন, হঠাৎ চমকিয় | | উঠলেন তিদুরে বনমধুে নদীকুলো } করিবেন, তাহাই ভাবিতেছিলেন। কখন ! কখন তাহার বয়স্যবর্গ, কখন বাল্যক্ৰীড়ার স্থান স্মরণ করিতেছিলেন; তাহাদিগের | | গ্রামপ্রান্তে সেই নিবিড় ঘনান্ধকার আম্র | | কানন, তন্মধ্যস্থিতপদ্মপুকুর নামে সরোধর, যাহাতে গ্রাম্যকুলকামিনীগণ অণুক্ষণ । আগ্রীব নিমজ্জিত হইয়া পদ্মবনে পদ্ম পুষ্পের সহিত মিশিয়া থাকে এবং যে | পুকুরে সর্ণতার দিতে দিতে একদিন আপনি ডুবিয়াছিলেন,তাহা স্মরণ করিতে হইতে লাগিল, তাহার বিবাহ হইবে। কাহার সহিত বিবাহ হইবে—শিবনাথ মুখোপাধ্যায়ের ভ্রাতৃকন্যার সহিত ?— । কুমুদিনী ? সে ত বাল্যকালে বিধবা হইয়াছে এবং তাহার পুনরায় বিবাহ দিতে না পারায় কুমুদিনীর পিতা হরিনাথ } উদাসীন হইয়াছেন। স্ববর্ণপুরে বিধৰা বিবাহ প্রচলিত করে কাহার সাধ্য ? : ক্ষণকাল নীরব থাকিয়া আবার মনে মনে ; জিজ্ঞাসা করিলেন, কুমুদিনীর কি কনিষ্ঠা ভগিনী আছে? বোধ হয় আছে। নহিলে কাহার সঙ্গে বিবাহ স্থির হইতেছে ; ভাবিতে ভাবিতে অনন্যমনে নদীর পূর্ব কে দেখিয়তীহারঞ্জননী | পরি রাজহংসের ন্যায় यकलत्रवृत পদার্থ আবার কখন কখন মনে |