| গণ্ডদেশে পড়িল। রমণী দেখিলেন যে, | রজনী চক্ষু চাহিয়া রহিয়াছেন, অমনি | সলজে অঞ্চল টানিয়া মস্তক এবং পৃষ্ঠ | তাহার উরু হইতে ভূমে পতিত হইল। কুঞ্চিত বিপুল কেশরাশিমধ্যে লুকায়িত। এ বয়সে কে সেই সপ্তমী চন্দ্রালোক নিবিড় কেশরাশি-মধ্যেলুক্কায়িত অঙ্গরা নাহয় ? রজনী আত্মবিশ্বত হইলেন,নিজ করিতে লাগিলেন । উভয়ের নিশ্বাস মি বঙ্গদর্শন অtং, ১২৮২ ) , শৈশব সহচরী। । -انڈ w so . ১২৯ : সেই ক্কেশরাশির শেষাগ্রভাগ রজনীকান্তের বাহুদ্বয়, বক্ষ, মুখমণ্ডল আবরণ করিতেছে; যুবতী মধ্যে২ সেই সুগন্ধযুক্ত। কেশগুচ্ছ সকল রজনীর নাসিকাগ্রভাগ হইতে কোমল অঙ্গুলি দ্বারা স্থানান্তরিত করিতেছে। রজনী যুবতীর মুখ দেখিতে পাইলেন না বটে, কিন্তু তিনি যে অলকাগুচ্ছের অন্তরাল হইতে র্তাহার প্রতি ব্যগ্রভাবে দৃষ্টি করিতেছিলেন, তাহ দেখিলেন। রজনী বিংশতি বৎসর বয়স্ক । বিধৃত কলকলনাদী তরঙ্গিণীর তীরোপরি নিন্দিত সুন্দরীর উরূপরে মস্তক রাখিয়া, তাহার কেশরাশি বক্ষে করিয়া মোহিত বিপদ ভুলিয়াগেলেন, স্বাভাবিক বল পাইলেন, দীর্ঘ নিশ্বাস ফেলিলেন । অনস্তর যুবতী চকিত নেত্রে মস্তক নত করিয়া রজনীর প্রতি দৃষ্টিপাত শ্রিত হইল। যুবতীর অলকাগুচ্ছ রজনীর আবরণ করিতে চেষ্টা করিলেন, এবং সেই চেষ্টাতে অলক্ষ্যে রজনীকাস্তের মস্তক অমনি যুবতী আপনার মস্তক আবরণ : তাহার মস্তক ধারণ করিয়া অতি দয়া | স্বরে চীৎকার করিয়া উঠিলেন, আহ!” | তৎপরে জিজ্ঞাসা করিলেন, “ লেগেছে । কি?” রজনীকান্ত সেই স্বর শুনিলেন; : হইয়া রছিলেন, যুবতী পুনরপি জিজ্ঞাসা 1 করিতে ভুলিয়া গেলেন, এবং দুই হস্তে . যেমন কোন পুষ্পের স্বগন্ধ প্ৰাণে অথবা কোন সঙ্গীতশ্রবণে কখনই মনুষ্য হৃদয় । উচ্ছসিত হয়, এই রমণীকণ্ঠ-স্বর শুনিয়া রজনীর সেইরূপ হইল। রজনী নিরুত্তর ! করিলেন, “ লেগেছে কি ?”. ." । রজনীকান্ত উত্তর করিলেন, “ন— : আপনি কি মুখুয্যেদের— r" তখন রমণী : আত্মস্মৃতি প্রাপ্ত হইয়া অঞ্চল টানিয়া মস্তক আবরণ করিয়া সলজে মৃদুই উঠিয়া দাড়াইলেন । কিন্তু যখন দেখিলেন, যে | রজনী প্রকৃতিস্থ হইয়া উঠিয়া বসিলেন, । তখন বসন্তপবনসঞ্চালিত মেঘবৎ আস্তেং । চলিলেন। রজনীও উঠিলেন; দুই একবার পদস্খলিত হইল, তথাপি চলিলেন; সম্মুখে একটি বাধাঘাট দেখিলেন, এবং | চিনিলেন, যে তাহার নিজ গ্রামের বস্থস্বরার ঘাট। অতি ধীরে ধীরে সোপানাবলী অতিক্রম করিয়া উপরে আসিলেন। কিন্তু রমণীকে আরদেখিতে পাইলেন না। : তাহার পরিচয় লাভার্থ ইতস্ততঃ দৃষ্টি সঞ্চ- d লন করিতে লাগিলেন, কিন্তু কোথাও । র্তাহাকে দেখিতে পাইলেন না; હરે | আর একরূপ: . . . . . .
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/১৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।