পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ཝ་ཨ་ལྟ་༢༥ ཉྫ༢༥, ***२ o পারে। অমনি আমার চিরেতার শিশিটি ধুইয়া প্রস্তুত করিয়া রাখিলাম। প্রসন্ন আসিলে বলিলাম, প্রসন্ন! তুমি সে দিন তোমার সেই পাড়া বেড়ান পঞ্চরসের সেই যে এক গণ্ডুষ দিয়াছিলে, মনেআছে ত?’ প্রসন্ন যেনএকটু অপ্রতিভ হইয়া বলিল,“ঠাকুর মহাশয় আমি ত আপনাকে বলিয়াছিলাম, যে আমার সে দুধ আপনা দের ঠাকুর দেবতাদের জন্য নহে । আপ নার কি মন হইল, কিছুতেই ছাড়িলেন না তাতাতেই সে দুধ আপনাকে একটু দিয়াছিলাম। প্রসন্নকে অপ্রতিভ হইতে দেখিয়! আমি বলিলাম, ** আমি সেজন্য তোমাকে অনুযোগ করিতেছি না ; তুমি যে জল দিয়া সেই পঞ্চরস প্রস্তুত কর, তাহা অামাকে এই শিশিটির এক শিশি দিতে হইবে।” প্রসন্ন ঈষৎ হাসিয়া বলিল, ঠাকুর মহাশয়! আমরা কি দুধে জল দি ? আমি বলিলাম ‘ত। যাই হেীক সেই জল একটু দিতে হুইবে ।’ আমি শুনিয়াছিলাম, (বোধ হয় দেখিয়াও থাকিব) প্রসন্নর গেীশালার নিভৃত কোণে মৃৎপাত্রে জল থাকিত, যাহারা দূর জ্ঞাতিকুটুম্বগণকে দুধে বড়ি খাওয়াইরার জন্তা সুলভ মূল্যে নির্জল দুগ্ধ লইত, প্রসন্ন তাহাদিগকে সেই গোশালার বাহিরে দাড় করাষ্টয়া গাভী দোহন করিত। গোশলায় কাহাকেও প্রবেশ করিতে দিত না । তাহা হইলে কাচা গাই চম কিয় উঠে । যাহা হউক প্রসন্ন আমাকে সেই অমৃত কুণ্ডের জল প্রদান করিয়াছিল। ـ سطعضحكظة কমলাকান্তের দপ্তর। » . শিশিটি আমি যত্ন করিয়া রাখিয়া দিলাম। { স্বত্রবৎ স্বক্ষ স্বক্ষ কীট তাহার মধ্যে অন- । বরত উণ্টিয়া পাণ্টিয়া খেলা করিতে লাগিল । তল হইতে উৰ্দ্ধে উঠিতেছে, উৰ্দ্ধ হইতে তলে নামিতেছে; উঠিবার | সময় যেমন ক্রীড়া, নামিবার সময়ও । তেমনিই ক্রীড়া । । ক্ষুদ্র ভীবের উত্থান পতন জ্ঞান নাই । সুক্ষ্ম সুত্র কীট উঠিতে পড়িতে লাগিল। আমি বসিয়া থাকি । ক্রমে সেই সূত্রগুলি স্ফীত হইতে লাগিল। একদিক কিছু স্থলতর হইল। { তখন সেই দিক মুখ বলিলে বলা যায় । পূৰ্ব্বে স্বত্রকীটগুলি নিমেষ কাল স্তির থাকিতে পারে নাই ; এখন, বয়ঃপ্রাপ্তে । কথঞ্চিৎ স্তির হইল, আর জলের উপরি মধ্যে মধ্যে ভাসিয়া বেড়ায় । দুষ্ট এক- । দিন পরে একটি মৃতবৎ ভাসিয়া রহিল ; কচিৎ কিঞ্চিৎ চেতনা যুক্ত বোধ হয়; কপনও বা একেবারে জড়রৎ । আমার শয্যা হইতে উঠিতে কিছু বিলম্ব হয়, পর | দিন উঠিয়া দেখি, একটি মঞ্চুক শিশি মধ্যে উড়িয়া বেড়াইতেছে, আর জলে:পরি একটি ক্ষুদ্র কীটনির্মেক ভাসি তেছে । একটি, দুটি, তিন চারিটি করিয়া । ক্রমে আমার এক শিশি মশা হইল । । আমার বিজ্ঞানপরীক্ষার সার্থকতা অব- 1 লোকনে আমি পরিতুষ্ট হইলাম। একদিন | লশীবাবুর গৃহিণীর স্বহস্তপ্রস্তুর্তীকৃত প{য়স পিষ্টক সেবনে চিত্তের কিছু প্রশস্ততা । লাভ করিলাম। সুন্দর উদর পূৰ্ত্তি না | হইলে মানবের উদারতা হয় না। সেদিন । সন্ধার পর উদার মনে একে একে ছিপি খুলিয়। সেই পতঙ্গগুলিকে বিপুল বিশ্বে । বিচরণ করিতে দিলাম। শিশিটি সরকার দের ছাদের উপর ফেলিয়। দিলাম, চূর্ণ কত হইয়াগেল। জীবরস্থস্তোম্ভেদ । হইল । এই রূপে জন্ম যে জীবের, সেই