.# { ভাবিতাম আসিতেছে এণ্টনি আবার, অস্ত গেলে নিশানাথ, প্রাণনাথ গেল । ছাড়ি ভাবিতাম মনে।” । - ! নাহি জানি। একদিন তাপিত হৃদয় | যুড়াইতে জ্যোৎস্নায়, গুয়েছি নিশীথে | সেই দিন দুত মুখে, নব পরিণয় । । এণ্টনির নারী-রত্ন অগস্তার(১) সনে ?... শুনিয়াছিলাম ;-তরুভ্রষ্ট হায়! ধেই । | গুয়েছি; উপরে নীল চিত্রিত আকাশ : ت ٹاسلاستثنتسٹعتبتاۓ ؟ sav fe ( )
- - (จตจฯต, sitt, sง๒ st
দাড়াইয়া এক স্থানে, হতো হেন জ্ঞান, প্রভাতে উঠিলে রবি, ভাবিতাম মনে, - 鷲 ভাবিতাম বীরশ্রেষ্ঠ চলি গেল রোমে । | সকল==গ্ৰন্টনিসেবি কি বলিব জার, ল { হইল জীবন মম অবিকল ওই , আফ্রিকার মরুভূমি, প্রত্যেক বালুক # * } | কণা-একটি এন্টনি দিবা, নিশি, পক্ষ,! g.3 মাস, কিছুই আমার নাহি ছিল জ্ঞান * f - | গণিতম কাল আমি বৎসরে কেবল। : অনন্ত ভুজঙ্গ সম কাল বিষধর : দংশিছে আমারে যেন অনন্ত ফণায় । , জিনিতে মিশর ওই আসিছে এণ্টনি, রণবেশে রবি অস্তে, সায়াহ্লে আবার . হাসিমুখে শশধর ভাসিতে গগনে প্রণয় পীযসে হায়! যুড়াতে আমায়। “এইরূপে সখি ! গেল যুগ, গেল বর্ষ, কিম্বা দিন, মাস, ' সুকোমল কোঁচ অঙ্কে, ছাদের উপরে। ... " বিশুষ্ক বল্পরী, কেন, রে দারুণ বিধি। o: 1. " প্রসারিত-লক্ষত্রিক চারু রঙ্গভূমি । شنتشن النفختنقتنعكسة (১) অগস্তা—এন্টনির দ্বিতী নীরবে, অচলভাবে করিছে দর্শন | { আলিঙ্গিতে সেইরূপ; উথলিছে সিন্ধু; | সিন্ধু বীরের অন্তর। আবার কখন , | নব-প্রণয়িনী পাশে, নব অমুরাগে, । সুদীর্ঘ নিশ্বাস সহ ? কিম্বা অগস্তার মধ্যস্থলে শশধর হাসিয়া হাসিয়া, } রূপের গৌরবে যেন চলিয়া চলিয়া " | সেই স্বশীতল রূপ। কেহ বা আনন্দে | জলিতেছে; অভিমানে নিবিতেছে কেক; } কেহ রূপে বিমোহিত পড়িছে খসিয়া } ছুটিছে জীমূতবৃন্দ উন্মত্তের প্রায় । রূপ মুগ্ধ—অধিক কি ঘুরিছে ধরণী । । এই অভিনয় সখি দেখিতে দেখিতে কতই নিদ্রিত ভাব উঠিল জাগিয় হৃদয়ের । সময়ের তামস গহবরে, এই চন্দ্রালোকে, অঙ্কে অঙ্কে দেখিলাম । o বিগত জীবন। কভু ভাবিলাম মনে, } আমি চন্দ্র, মেঘবৃন্দ বীরেন্দ্র সকল, । নক্ষত্র মানব চয়; আমি শশধর,— । ভাধিলাম আমি চন্দ্র, ধরণী এণ্টনি।” - ভাবিতেছিলাম পুন, এই চন্দ্রালোকে ; বসিয়া স্থদুর রোমে প্ৰাণেশ আমার, { ভুলেছে কি ক্লিওপেট্রা? ভাবিছে কিমনে— ; : “কোথায় নীলজ চারু ফণিনী আমার " নবীন প্রণয় রাজ্যে এবে এণ্টনির স্থা হয়েছে কি অধিকৃত সমস্ত হৃদয় ? : করেছে কি ক্লিওপেট্র চির-নিৰ্ব্বসিতf- { নবীন সপত্নী নামে, ওলো চারমিয়ন!" জলিয়া উঠিল তীব্র ঈর্ষার মনল : { রমণী হৃদয়ে, যেন বিগুরু কাননে, }