___ -ييبيسينيسسسسس مسا - - عينيكي عن عميع جع بیسیسیایی اس નિન, સાઃ મિનાર ) শৈশব সহচরী। . . . . . ఆ& l. কিছুকাল পূৰ্ব্বে চন্দ্রাবলীর ইচ্ছানুসারে । | তাহার বিপুল সম্পত্তি বিক্রয় করিয়া স্বর্ণ এবং রৌপ্যরাশি সঞ্চয় করিয়াছিলেন। স্বামীর মৃত্যু হইলেচন্দ্রাবলী আপন ভ্রাতা রামভদ্রকে তাহার আলয়ে বাস করাই লেন এবং তিনিও কিছুদিন পরে রামভ- | দ্রকে স্বামীর চিরসঞ্চিত ধনরাশি উপটৌকন দিয়া স্বৰ্গারোহণ করিলেন। রামভদ্র, ভগিনীর বিয়োগের দুঃখেই হউক, আর * যঃপলায়তি স জীবতি’ ভাবিয়াই হউক, তৎক্ষণাৎ ভগিনীপতির বাটী পরিত্যাগ করিয়া ভাগীরথীতীরে, নিজ গ্রামে আসিয়া বাস করিলেন । সস্তবাতিরিক্ত बाब्र ভূষণ করিলে পাছে বিপদগ্ৰস্ত হয়েন, এই আশঙ্কায় রামভদ্র অপৰ্য্যাপ্ত ধনের অধিপতি হইয়াও অতি সাবধানে কালযাপন করিতেন । র্তাহার পরলোক গমন হইলে তাহার পুত্রদ্বয় কমলাকান্ত ও লক্ষ্মীকান্ত তাদৃশ সাবধানের আবশ্বকতা বিবেচনা করিলেন না ; তাহারা নিশ্চিন্ত হইয় ভূসম্পত্তি ক্রয় করিলেন এবং আপ" | নাদিগের আবাস জন্য পৃথকৃ২ অতিবৃহৎ অট্টালিকা নিৰ্ম্মাণ করাইলেন ও পৈতৃক ধনরাশির উপযুক্ত ঐশ্বৰ্য্য বিস্তার করিয়া মানবলীলা সম্বরণ করিলেন । 4. এই প্রকারে লক্ষ্মীকান্ত বন্দ্যোপাধ্যায়। ও কমলাকান্ত বন্দ্যোপাধ্যায় দুই পৃথকৃ২ অতি বিস্তৃত জমিদারীর মূলভিত্তি স্থাপন । | করিয়াছিলেন এবং তাহাদিগের পরে দশম পুরুষ পৰ্য্যস্ত দুই সহোদরের বংশ উহ, অবিবাদে ভোগদখল করিয়াছিল। তৎ বন্দ্যোপাধ্যায় এই দুই জমিদারীর অধি. পতি হইলেন, उथन : «हे বহুকালের সম্পত্তিতে কিছু বিশৃঙ্খলা ঘটিল,তবিরণ " নিয়ে প্রকটিত হইতেছে- : রমাকান্ত কিছু সাবধান-ব্যয়ী হওয়াতে । তারাকান্ত অপেক্ষ অধিক ধনী হইয়া । উঠিলেন। এমন কি যখন তরফ সুবর্ণপুর ' নীলামের ইস্তাহার হইল, তখন তারাকান্তের নিতান্ত ইচ্ছ। উহা ক্রয় করিয়া । কিন্তু । নিজের তত সঙ্গতি না থাকাতে রমাকান্তের নিকট একখানি তালুক বন্ধক রাথিয় । বাস ভূমির অধিপতি হয়েন। খত লিখিয়া দিয়া টাকা কৰ্জ করিয়া উক্ত সম্পত্তি ক্রয় করিলেন। কালে এই খতই দুই বংশের মধ্যে অনর্থেরমুল হইল । এপর্য্যন্ত দুই বংশে সম্প্রীতি ছিল, সম্প্রতি অল্প কারণে অপ্রীতি ঘটিল। : একদিবস রমাকাস্তের একজন চাকরাণী । খিড়কীর পুষ্করিণীতে বাসন মাজিতে গিয়া । তারাকান্তের একজন খাসপরিচারিকার । পরিষ্কার গাত্রে অসাবধানে জল দিয়া- ; ছিল। খাস পরিচারিকার উহাতে অপ- 1 । মান বোধ হওয়াতে তৎক্ষণাৎ উভয়ে | তুমুল বাগযুদ্ধ আরম্ভ হইল, ও সেই যুদ্ধ । দুই বাড়ীর দুই গৃহিণী পৰ্য্যন্ত পৌছিল; : সুতরাং সেই স্বত্রে রমাকান্ত ও তারা | কান্তের বিষম বিবাদ উপস্থিত হইল। " প্রথমে গালিগালাজ পরে আলাপ ও । নিমন্ত্রণ বন্ধ। তৎপরে ছোটই মোকদম, | প্রজা ধরিয়া টান টানি, শেষ লাঠালাষ্টির |
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/১৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।