পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

stઝર শ্রাব্যকাব্যের ন্যায়, নাটকের এক সহচরের সহিত রঙ্গভূমিতে প্রবিষ্ট হইয়া প্রসঙ্গক্রমে নাটকীয় ইতিবৃত্ত অবতীর্ণ করিয়া দেয়। যে যে স্থলে ইতিবৃত্তের স্থল স্থূল অংশের একপ্রকার শেষ হয়, সেই সেইস্থলে. পরিচ্ছেদ কল্পিত l হইয়া থাকে। অঙ্ক। নাটকে এক অবধি দশ পৰ্য্যন্ত অঙ্ক সংখ্যা দেখিতে পাওয়া যায়। নাটক ঐ পরিচ্ছেদের নাম আদ্যোপাস্ত গদ্যে রচিত, কেবল মধ্যে মধ্যে শ্লোক থাকে । আদি অবধি অস্ত পর্য্যন্ত একরূপ রচনা দেখা যায় না । ব্যক্তিবিশেষের বক্তব্যভেদে রচনা বিভিন্ন হইয়া থাকে। পণ্ডিত, ও নায়ক প্রভৃতি প্রধান পুরুষের সচরাচর উত্তম ভাষায় কথা বাৰ্ত্ত । | কহিয়া থাকেন। সামান্য স্ত্রী, বালক ও সাধারণ জনগণ গ্রাম্যভাষায় কথা . বার্তা কহিয়া থাকেন অভিজ্ঞ মহিলাlগণ উত্তম ভাষায় আলাপ করেন। : রাজা, ਸੀ, ঋষি, নাটক পরিচ্ছেদ l নাটক পরিচ্ছেদ l || মহাকাব্য প্রভৃতি কেবল শ্রবণ করা যায়, এই নিনিত্ত তাহাদিগকে শ্রাব্যকাব্য | | বলে। শ্রবণ হয়, অধিকন্তু রঙ্গভূমিতে নট দ্বারা । অভিনয়কালে দর্শনও হইয়া থাকে; এবং ইহাই নাটকের প্রধান উদ্দেশ্য। এই নিমিত্ত নাটকের নাম দৃশ্য কাব্য। প্রত্যেক নাটকের প্রারম্ভে স্বত্রধার অর্থাৎ প্রধান নট স্বীয় পত্নী অথবা অন্য দুই অন্যের স্বর ও কথার অনুকরণের নাম l; கை بسیحسابی

TrāడాT

اچ داد . :tی , ۹۲۰) অভিনয় বা রূপক । * . . কোন বস্তু বা কোন ব্যক্তিবিশেষের । ; অবস্থাদির অনুকরণকে অভিনয় বা রূ- . - পক কহ যায় । অভিনয়াদিতে অন্যের রূপাদির অমুকরণই প্রধান বিষয়, এই হেতু নাটকাদি দৃশ্য কাব্যের নাম রূপক । অভিনয় চারি প্রকার । বাচিক, আহার্য্য ও সাত্ত্বিক। - ংস্কৃত আলঙ্কারিকের রূপককে (অভি. { নেয় কাব্যকে) দশভাগে বিভক্ত করেন । | বঙ্গভাষায় তিনটা মাত্র বিভাগ দেখা যায়। : নাটক, প্রহসন ও মাস্ক { অঙ্কের লক্ষণ । নাটকের প্রত্যেক পরিচ্ছেদ বা সর্গের । নাম অঙ্ক । যে অঙ্কে যাহার প্রসঙ্গ থাকে । তাহা প্রত্যক্ষবৎ প্রতীয়মান করা উচিত। নাটকে কুটার্থ বা অপ্রসিদ্ধ শব্দ ব্যবহার হয় না। অনাবশ্যক কাৰ্য্যের সংশ্রৰ । মাত্রও থাকে লা। আবশ্যকীয় বিষয়ের । চমৎকারিত্ব থাকিলে বর্ণন বিবিধ প্রকারে - বর্ণিত হইতে পারে । সংস্কৃত আলঙ্কারিকদিগের মতে নিন্দ | নীয় বিষয় নাটকে বর্ণনযোগ্য বলিয়াই } আঙ্গিক, | কথিত হয় না। কিন্তু বঙ্গভাষায় নাটকে অনেকে সকল শাসন স্বীকার করেন नां । । অঙ্গভঙ্গী দ্বারা অবস্থার অনুকরণের নাম আঙ্গিক অভিনয়। বাক্যভঙ্গী দ্বারা |