পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

l. ১৬ :

  • .

r | উত্থাপিত হইল। অনেকে পুলিষের { অত্যাচার ঘটিত অনেক গুলিন গল্প বলি{ লেন-দুই একটা বা সত্য, দুই একটা বক্তাদিগের কপোলকল্পিত। গোবিন্দ কান্ত বাবু একটি গল্প বলিলেন, তাহার সার মৰ্ম্ম এই । । - “হরেকৃষ্ণ দাস নামে আমাদিগের গ্রামে একঘর দরিদ্র কায়স্থ ছিল। তাঁহার একটি শিশু কন্যা ছিল। তাহার গৃহিণীর মৃত্যু হইয়াছিল, এবং সে নিজেও রুগ্ন । এজন্য সে কন্যাটি আপন শ্যালীপতিকে প্রতিপালন করিতে দিয়াছিল । তাহার কন্যাটির কতক গুলিন স্বর্ণালঙ্কার ছিল । লোভ বশতঃ তাহা সে শ্যালীপতিকে দেয় নাই। কিন্তু যখন মৃত্যু উপস্থিত দেখিল, তখন সেই অলঙ্কার গুলি সে আমাকে ডাকিয়া আমার কাছে রাখিল—বলিল যে আমার কন্যার জ্ঞান হইলে তাহাকে দিবেন—এখন দিলে রাজচন্দ্র ইহা আত্ম সাৎ করিবে । আমি স্বীকৃত হইলাম। পরে হরেকৃষ্ণের মৃত্যু হইলে সে লাওয়ারেশ মরিয়াছে বলিয়া, নদী ভৃঙ্গ সঙ্গে { দেবাদিদেব মহাদেব দারোগ মহাশয় । | আসিয়া উপস্থিত হইলেন। হরেকৃষ্ণের | झाँक्रेवाप्ने •ाज्रङ्ग प्लेकनि লাওয়ারেশ মাল । বলিয়া হস্তগর্ত করিলেন। কেহ কেহ । বলিল, যে হরেকৃষ্ণ লাওয়ারেশ নহে- { | কলিকাতায় তাহার কন্যা আছে। দারগাঁ | মহাশয়, তাহাকে কটু বলিয়া, আজ্ঞা । করিলেন, “ওয়ায়েশ থাকে, হজুরে হাজির । - o ब्रञ्जनौं। | পুলিষের অত্যাচারের কথা প্রসঙ্গ ক্ৰমে | হইবে। তখন, আমার দুই একজন

  • - - - - - - - - শক্ৰ সুযোগ भ्रमः করিয়া বলিয়া দিল, যে f

গোবিন্দ দত্তের কাছে ইহার সুবর্ণালঙ্কার আছে। আমাকে তলব হইল। আমি | তখন দেবাদিদেবের কাছে আসিয়া যুক্ত | নিজালয়ে প্রেরণ করিলেন । আমি গোবিন্দবাবুকে জিজ্ঞাসা করিলাম | و میوه و ,: جو ها : করে দাড়াইলাম। কিছু গালি খাইলাম। আসামীর শ্রেণীতে টালাম হইবার গতিক দেখিলাম। বলিব কি ? ঘুষাযুষির । উদ্যোগ দেখিয়া অলঙ্কার গুলি সকল । দারোগ মহাশয়ের পাদ পদ্মে ঢালিয়া দিলাম; তাহার উপর পঞ্চাশ টাকা নগদ দিয়া নিস্কৃতি পাইলাম। - “বলা বাহুল্য যে দারোগা মহাশয় অলঙ্কারগুলি আপন কস্তার ব্যবহারার্থ সাহেবের । কাছে তিনি রিপোর্ট করিলেন,যে হরেকৃষ্ণ দাসের এক লোট আর এক দেরকে : ভিন্ন অন্ত কোন সম্পত্তিই নাই ; এবং সে । লাওয়ারেশা ফোঁত করিয়াছে, তাহার | কেহ নাই ।” ” যখন রামসদয়ের সঙ্গে লবঙ্গলতার ; বিবাহ হয়, তখন রামসদয়ের বাপের উই- 1; লের কথা সবিশেষ শুনিয়াছিলাম। হরে- ; কৃষ্ণ দাসের নাম শুনিয়াছিলাম এবং জানি- . তাম যে কথিত লাওয়ারেশ রিপোর্টের | নকল দৃষ্টি করিয়াই বিষ্ণুরাম বাৰু বিষয় । o রামসদরের পুত্রদিগকে ছাড়িয়া দিলেন। } যে, ' ' || “... i “ ঐ হরেকৃষ্ণ দাসের এক ভাইয়ের }; নাম মনোহর দাস না ?? ... " - மண்ண்ண்ண் ക്കുങ്ങ്,