> సి 8 দেবীবর ঘটক ও যোগেশ্বর পণ্ডিত । (বল শম ভাঃ ১২৮২ | কারণ গুলি স্বীয় পুত্রের নিকট বিজ্ঞাপন { করিয়া কহিলেন বাপু, যদি যোগেশ্বর । } আমার বাটতে আসিয়া সাধ্য সাধনা } পূৰ্ব্বক অন্ন দাও বলিয়া ভোজন করে, | এরূপ কোন উপায় করিতে পার, তবেই | প্রাণরক্ষা করিব, নতুবা আমার এ মর্যা দাহীন তুচ্ছজীবনে প্রয়োজন কি! দেবী{ বর কহিলেন মাতঃ ক্ষান্ত হও, মনের খেদ মনেই রাখ। আমি প্রতিজ্ঞ করি| তেছি যে অচিরেই তোমার মনোমালিন্য দূর করিব, যদি নিতান্তই অকৃতাৰ্থ হই, তাহা হইলে তোমার নিকট এ মুখ দেখাইব না ও জীবন রাখিব না । দেবীবরের জননী কহিলেন বাছা তুমি উদ্বিগ্ন হইও না । আমার পরামর্শ শ্রবণ | কর; কালীর আরাধন কর, সিদ্ধমনে রথ হইতে পরিবে। । | দেবীবর যখন দেবীর বর পাইয়া সিদ্ধ { হন, তখনই তাহার নাম দেবীবর হয় । } ইতি পূৰ্ব্বে ইহঁর অন্ত এক নাম ছিল । সিদ্ধ হইলে তাহার সে নাম লোপ পায়। } তিনি দেবীবর নামেই প্রসিদ্ধ হইলেন। | স্বতরাং তাহার প্রকৃত নাম পাওয়া যায় না। দেবীবরটা তাহার উপাধি স্বরূপ ধরা যায়। { দেবীবর বাকৃসিদ্ধ হইয়া কৌলীন্য ] মৰ্য্যাদার প্রতি লক্ষ্য রাখিয়া রাঢ় ও বঙ্গের সমস্ত প্রদেশপরিভ্রমণপূর্বক কুলাংশে কে ! কত দূর পরিশুদ্ধ অবস্থায় অবস্থিত আছেন, তাহ স্বচক্ষে দৃষ্টি করিতে লাগি{ লেন । বিশেষ পর্যালোচনা ও পর্য্য বেক্ষণ দ্বারা জানিতে পারিলেন, যে কুলীনদিগের অধিকাংশই মবগুণবিহীন হইয়াছেন। তখন বিবেচন। করিলেন, আমার নিজের কৃতিত্ব দেখাইবার এই | প্রকৃত অবসর ও সময় । তিনি সময় বুৰিয়াই সমস্ত ঘটক চূড়া . মণি দিগকে আহবান করিলেন । র্তাহাদিগের নিকট কুলীন দিগের দোয়োল্লেখ । পূৰ্ব্বক কৌলীন্ত মৰ্য্যাদার পুনঃ সংস্কারের ব্যবস্থার উল্লেখ করেন । সমস্ত কুলাচাৰ্য্য ! একবাক্য হইয়া দেবীবরের অভিপ্রায়ের ' অনুকূল পক্ষে সম্মতি প্রকাশ করিলেন। " তাহাদিগকে স্বপক্ষ পাইয়। দেবীবর দিন- । স্থির করিলেন । | যেদিন সভায় উপবিষ্ট হইয়া সভ্যম- : গুলীর মধ্যে সকলের গুণ বিচার পূর্বক সভার অগ্ৰে মর্যাদা সংস্থাপন করবেন । মনে করিয়াছিলেন,তাহার কিছুদিন পূৰ্ব্বে হঠাৎ একটা দৈববাণী হইল যে বৎস দেবীবর ! তুমি যেদিন কৌলীন্যাদির । নিয়ম নিৰ্দ্ধারণ পূৰ্ব্বক বিশেষ সভা করিবে, সেদিন সমস্ত দিবসের জন্ত কো লীন্ত বিষয়ে তোমার সৰ্ব্বত্তোমুখী প্রভূত । থাকিবে না। তুমি তোমার অভীষ্টসিদ্ধির নিমিত্ত সভার নিৰ্দ্ধারিত দিবসে দশ । দণ্ডকাল মধ্যে কুল মৰ্যাদা প্রদান বিষয়ে | অদ্বিতীয় ক্ষমতাশালী থাকিবে ; নিৰ্দ্ধ । রিত সময় উত্তীর্ণ হইলে কুলমৰ্য্যাদা | প্রদান বিষয়ে তোমার প্রভাব থাকি | বে না । , | দেবীবর দৈববাণীর প্রতি বিশেষ }
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।