: & } २००. - - - - o দেবীবর ঘটক ও যোগেশ্বর পণ্ডিত। (ৰঙ্গমশন, ভা, ১২৮২ | - i.” " { কৃত্তিবাস পণ্ডিত স্বীয় রামায়ণের মধ্যে { ফুলিয়া গ্রামকে সকল স্থান অপেক্ষ } উৎকৃষ্ট বলিয়া বর্ণনা করিয়াছেন। সে } কথা বলিবার তাৎপর্য কি? কৌলীন্য | মর্যাদায় ফুলিয়া সৰ্ব্বা গ্রগণ্য স্থান স্বতরাং স্বৰ্গ তুল্য । যথা স্থানের প্রধান সেই ফুলিয়ায় নিবাস। { রামায়ণ গায় দ্বিজ মনে অভিলাষ । | অরণ্য কাণ্ড । | কৃত্তিবাস যখন ফুলিয়া গ্রামের নামে আপনার মনকে প্রফুল্ল মনে করিতেছেন . ." | তখন দেবীবরের মেল বন্ধনের পরেই ফুলিয়া গ্রামের প্রভাব হইয়াছিল ইহা { অবশ্য স্বীকার করিতে হয়। | তাহা যদি ন হইত, তাহা হইলে { তাহার রামায়ণে নবদ্বীপকে সপ্ত দ্বীপের { সার বলিয়া বর্ণন করিতেন না । চৈতন্য | রঘুনন্দন কাণা ভট্ট শিরোমণি (রঘুনাথ শিরোমণি) প্রভৃতির জন্মস্থান বলিয়াই { নবদ্বীপকে সপ্তদ্বীপের সার বলিয়াছেন। { এই নিয়ম ধরিলেই ফুলিয়া গ্রামকে মেল { বন্ধনের পরে প্রসিদ্ধ বলিয়া স্থির করিতে য়ে। ১৪৫৬ শকে চৈতন্যের তিরোভাব ১৪৫৬ সহিত অন্ততঃ ২৫ বৎসর যোগ করিতে হয়. ঐ কালটি যোগ করিলে | মেলের মান্য অধিক তদনুসারে ফুলিয়া } গ্রামেরও মহিয়া কীৰ্ত্তিত হইয়া থাকে | * - , I on রিলে ১৫৫৯ খৃঃ অন্ধ হয় । এক্ষণে খ্ৰীষ্টীয় | - - - - - স্বtঐকাল হইতে অন্ততঃ এক পুরুষের . { কাল গত না হইলে তাহাকে দেবতা মনে করা সহজ ব্যাপার নহে। সুতরাং সময় ধরিলে সৰ্ব্বাংশের একতা হইতে | পারে। ১৪৮১+৭৮ বৎসর যোগ ক ১৮৭৫ এক্ষণে এই অন্ধ হইতে ৩২৫ | বৎসরকাল পূর্ববর্তী হইলে মেলবন্ধনের | পরবর্তী ১২.১৩ পুরুষের কাল পাওয়া | যাইবে। এই কাল পাইলেই জানা যায় যে কৃত্তিবাস ঐ সময়ে রামায়ণ রচনা করিয়াছেন। র্তাহার রামায়ণে নবদ্বীপাদির প্রশংসার সার্থকতা থাকে। যথা গঙ্গারে লইয়! যান আনন্দিত হইয়া } আসিয়া মিলিল গঙ্গা তীর্থ যে নদীয়া । সপ্ত দ্বীপ মধ্যে সার নবদ্বীপ গ্রাম। এক রাত্রি গঙ্গা তথা করেন বিশ্রাম ॥ । রথে চড়ি ভগীরথ যান আগুয়ান । আসিয়া মিলিল গঙ্গা নাম সপ্ত গ্রাম ৷ সপ্ত গ্রাম তীর্থ জান প্রয়াগ সমান। সেখান হইতে গঙ্গা করিলেন প্রয়াণ ॥* সুতরাং স্বীকার করিতে হইবে যে | কৃত্তিবাস মেল বন্ধনের পর রামায়ণ | রচনা করেন । | এরূপ অনুমান যে নিতান্ত ভ্রমসংকুল | নহে, তাহার প্রামাণ্যসংস্থাপন জন্য । কবিকঙ্কণের চওঁী রচনার সময়ের উল্লেখ | করিতে পারি। মুকুন্দরাম নিজগ্রন্থে } মানসিংহের প্রশংসা করিয়াছেন। भांन-{ সিংহ ১৫১১ শকে (খৃঃ ১৫৮৯ অকে) বাঙ্গালা বেহার ও উড়িষ্যার নবাবী পদ | C21& FI || কৰিকঙ্কণের গ্রন্থে তাহার . 'ൽ আদিকাত্তসগরবল উদ্ধার রামায়ণ।। ை -- - 1. . . . .”.” ് ....
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।