l ર૦ আদিম মনুষ্য । প্রস্তর নিৰ্ম্মিত অস্ত্রের দ্বারা আত্মরক্ষা করিত এই সময় কেবল গিরিগুহাই মনুষ্যের বাসস্থান ছিল । দ্বিতীয় কালে কেশরযুক্ত হস্তী প্রভৃতি বড়ই পশুর চিচু । আর লক্ষিত হয় না। কিন্তু সমস্ত ইউরোপ তখনও হিমপ্রধান দেশ ছিল । বেনডিচর প্রভৃতি যে সকল পশু এক্ষণে হিম প্রধান দেশে আশ্রয় পাইয়াছে, এই স ময়ে তাহারা ইউরোপের প্রায় সকল দেশে । বিচরণ করিত। এই কালে মনুষ্য পুর্বপেক্ষা নির্ভয় হইয়া ছিল। গিরিগুহা ত্যাগ করিয়া পৰ্ব্বতের আবৃত স্থানে অথবা হ্রদ মধ্যে দ্বীপ নিৰ্ম্মাণ করতঃ তথায় কাষ্ঠ ও চৰ্ম্ম নিৰ্ম্মিত কুটীর প্রস্তুত করিয়া বাস করিত। এই কালের অস্ত্র ও তৈজসাদি | প্রস্তর ও বেনডিচরের শৃঙ্গ নিৰ্ম্মিত দেখা যায়। এই কালে শিকারোপযোগী অনেক অস্ত্র দেখা যায়, বোধ হয় এই সময়ে ম মুষ্য শিকারে বিশেষ পটু ছিল । তৃতীয় পোষিত পশুর কাল । এই কালে গে। অশ্ব কুকুর প্রভৃতি অনেক পশু মনুষ্যের আশ্রয় গ্রহণ করিয়াছিল। প্রাত্যহিক আহার বিষয়ে মমুষ্যের পূর্বমত অনিশ্চিত ছিল না কিন্তু পশুপালনের সুবিধা জন্য সময়েই বাস পরিবর্তন করিতে হইত। এই সময়ের প্রস্তর নিৰ্ম্মিত অস্ত্রীদিতে অধিক পারিপাট্য ও বুদ্ধিকৌশল rsವಾಮ æ==نri:اتنی শিথিয়াই লৌহ প্রস্তুতের পদ্ধতি শিখিতে
- ist; afé Bronze of পিত্তল প্রস্তুত করা অতি সহজ কিন্তু খণিজাত দ্রব্য হইতে লৌহ প্রস্তুত প্রক্রিয়া সহজ নহে। ধাতুর আবিস্কিয়া হইলে পর প্রথমতঃ কেবল
পিত্তল নিৰ্ম্মিত অস্ত্র ও তৈজসাদির ব্যব হার দেখা যায়। এই কালের বাসস্থানে লৌহ নিৰ্ম্মিত অস্ত্রাদি পাওয়া যায় না; এই কালে কৃষিকার্য্যের আরম্ভ হইয়৷ থাকিবে কারণ কেবল কৃষিকার্য্যোপযোগী পিত্তলের দ্রব্যাদি এই সময়েই প্রাপ্ত হওয়া যায়। এই কলে মনুষ্যের অনেক উন্নতি হইয়াছিল এমত বোধ হয় কিন্তু পিত্তলের দ্রব্যাদিব্যবহারজনিত অনেক কার্য্যের অল্পবিধাও ঘটিত । শেষে লোহের আবিঙ্কিয়া হয়। কি প্রকারে যে এই অমূল্য ধাতু প্রথমে মমুষ্যের পরিচিত হইয়াছে তাহ স্থির করা কঠিন। বোধ হয় অভাব অনুভূত হইলেই মনুষ্য বুদ্ধি স্বয়ং অভাব পূরণ করে। লোঁহের ব্যবহার আরম্ভ হওনাবধি মনুয্যের বাহিক ও আভ্যন্তরিক উন্নতি ক্রমশঃ বৃদ্ধি পাইতেছে। এই কালের পরেই , ঐতিহাসিক কালের আরম্ভ । মনুষ্য জাতি লৌহের নিকট যে কত প্রকার ঋণী আছে তাহ বলা যায় না । বোধ হয় লৌহের আবিস্কিয়া ন হইলে t লক্ষিত হয়। , | ইউরোপীয় সভ্যতা মিসর, মেকৃসিকো ২য় ধাতুকাল। এই কাল দুই ভাগে | ও পেরুদেশের আদিম সভ্যতার সহিত বিভক্ত। প্রথমে মনুষ্য ধাতুর ব্যবহার । অদ্যাবধি সমপদস্থ থাকিত। *. (ৰপৰশম ভা, ১২৮২ t |