| সখিলে , , , | অচিরে উদয়াচলে হৈম উষ হাসিবে, ' . (i يي ذد :iټه ,fa«**ه . স্মরশর জর জর ক্লান্ত কলেবর ; এ মনের ঘোরতর প্রেমজাল গেল না । ওই দেখ সুখতার,দিবাদুতী দিব্যাকারা, নিশার আঁধার যাবে,আমারে আঁধারে পাবে, wo- : ببيهة - - - “. - **-* - ** o * -l. . -- --- ہیمبییم - --- - - S : 3: . ন আইল কালাচাঁদ, যায় যে যামিনী । কুঞ্জবনে কমলিনী হইল মলিনী ; দেখা দিল মুখতার, না উদিল মুখতার, কেন নাহি কাস্তিহার হইবে কামিনী ? - R কম্পমান অনুক্ষণ হিয়! থর থর ; আশানাশে হীনবল, তমুতরী টলমল ; ! আঁখি করে ছল ছল বিপদে বিস্তর। Vo) কতক্ষণে মনকথা অতি ধীরে ধীরে কহিলা কাতরে রাম, সম্বোধি সখীরে । কেন জানে সিন্ধুনারী,হৃদয়ে ধরিতে নারি, বর্ষাগমে ফেলে বারি উছলিয়া তীরে ? (প্রভাতের তারা)
সখিলে৷ বিফলে রজনী যায় প্রাণকান্ত এল না । আমারে করিতে সারা, বিকশিত বদল ; সহে মা সজনি আর এ বিষম যাতন। ९ কুঞ্জবনে কমলিনী। . কুঞ্জবনে কমলিনী। | { দেখিবনা আর কি সেপ্রেমোৎফুল্ললোচন? | তুষিতে আমারে নাথ করিবে না যতন ? - আমার সকল আশু একেবারে নাশিবে।। হেরি তার মন্দ হাসি, মেনৱে জলদৱাশি, *. শরীরে গ্রবেশি আসি, মুখশশী গ্রাসিবে। 1; দেবতা হইয়া কেন, তাহার স্বভাব হেন? : উচ্চ কি নীচের দুখে রঙ্গরসে ভাসিবে ? 1 : 3. ? vు “, সখিলো - কেন আজি রসরাজ আসিবারে ভূলিল । মিছা অঙ্গীকার করি এদাসীরে ছলিল ? ] বল, সই, বল, বল, দেহে আর নাহি বল, : বিকল হিয়ার কল, একি ভাব ধরিল ৫ - 1; অথবাকি দেখিদোষ,খাম করিয়াছে।রোমঃ 1 অভাগিনী সেচরণে কিসে দোষী হইল ? ] 8 - সখিলে । শুনিব না আর কি লো সে মধুর বচম ? ] আর কিসে মুখে হাসি,মেঘে সৌদামিনীরাশি সকাশে বিকাশি আসি, রঞ্জিবেন জীবন? | আরকিপ্রণয়োল্লাসে বসিয়া আমারপাশে, 1 . . . . . . ; সখিলো - সে অঙ্গ—পরশে পুনঃ বহিবে কি শরীরে | সুধাময় স্থখানিল নিন্দি भक्त সমীরে ? ' . . পাইয়া নূতন বল, হৃদয় জলধিজল । উথলিয়া ঢল ঢল করিবে কি অচিরে? } লোমাবলী কলেবরে,শিহরিকি প্রেমভরে, মর্মের আনন্দ পুনঃ প্রকাশিবে রাহিরে? i