૨ર 8 শিবজি । - গিরিশঙ্কট, দুর্গ প্রভৃতির অবস্থা বিলক্ষণ রূপে অবগত হইয়াছিলেন । কিরূপে স্বাধীন হিন্দু রাজ্য সংস্থাপন করিবেন, কিরূপে আপনার সামান্য শক্তিতে এই মহতী ইচ্ছা ফলবতী কfরবেন, চিন্তা করিতে করিতে ষোড়শ বর্ষ বয়ঃক্রমকালে শিবজির অন্তঃকরণে একটি নুতন ভাবের উদয় হইল । তিনি ভাবিলেন “কঙ্কণ প্রদেশে একটি বিলক্ষণ পরাক্রান্ত দস্থ্যদল আছে ; আমি সেই দলে মিশিয়া তাহাদিগের রাজা হইৰ; এবং যে শৌর্য্য তাহার এক্ষণে সাধুলোকের অপকারার্থে পরিচালিত করিতেছে, সেই শৌর্য্য যবনবলবিনাশার্থে নিয়োজিত করাইব ।” শিবজি-সদৃশ ব্যক্তির পক্ষে যে কল্পনা সেই কার্যা । তিনি দমু্যদলে মিশিলেন । তিনি স্বাধীন রাজা হইবেন এরূপ ইচ্ছাও প্রকাশ করিতে আরম্ভ করিলেন । তিনি সময়ে সময়ে গৃহ পরিত্যাগ করিয়া অনেক দিন পর্য্যস্ত কঙ্কণপ্রদেশে থাকিতেন । দাদাজি তাহার অভিপ্রায় বুঝিতে না পারিয়া বিবেচনা করিলেন যে, শিবজি অসদনুষ্ঠানেই রত হইলেন ; সুতরাং তঁহাকে অন্যায় বত্ম হইতে সুপথে আনিবার জন্য র্তাহার প্রতি অধিকতর যত্ন দেখাইতে লাগিলেন এবং জায়গির তত্ত্বাবধানের অনেক ভার তাহার উপর অর্পণ করিলেন । এই প্রকার ক্ষমতাপ্রাপ্ত হইলে, পুনার নিকটবৰ্ত্তী ভদ্র মহারাষ্ট্ৰীয়গণের সহিত সৰ্ব্বদা তাহার সাক্ষাৎ হইত ; এবং তাহার সদাচার ও সদালাপে সক লেই সন্তুষ্ট হইয়া যাইতেন। " | সহ্যাদ্রি শৈলে বিজয়পুয়াধিপতির অনেকগুলি দুর্গ ছিল। কোন কোন দুর্গে দুর্গাধ্যক্ষ থাকিত, এবং যুদ্ধাশঙ্কা উপস্থিত . হইলে তথায় ভাল ভাল সৈন্যও প্রেরিত হইত। কিন্তু অস্বাস্থ্যকর বলিয়া অধিকাংশ গড়ে মুসলমান সেনা থাকিত না ; এবং সেগুলি প্রায় জায়গিরদারদিগের । অধীনেই ছিল। বিশেষতঃ দিল্লীশ্বরের সহিত ১৬৩৭ খ্ৰীষ্টাব্দে সন্ধি হইবার পরে, ' বিজয়পুরপতি কর্ণাটবিজয়ের অভিলাষে সেই প্রদেশেই উত্তমোত্তম যোদ্ধগণ পঠাইয়াছিলেন ; এবং ঘাটপৰ্ব্বতের দুর্গ সকল প্রথমে অল্পায়াসেই করন্থ হইয়াছিল বলিয়া তাহারা যে দুর্ভেদ্য ও বিশেষ । প্রয়োজনীয়, ইহা বুঝিতে না পারিয়া । তাহাদিগকে এক প্রকার অরক্ষিতাবস্থায় রাখিয়াছিলেন । | পুনার দশ ক্রোশ দক্ষিণ পশ্চিমে । নীরানদীর উৎপত্তিস্থল সন্নিকটে টর্ণ । নামে একটি পাৰ্ব্বতীয় ছুরাক্রম্য দুর্গ ! ছিল । শিবজি দুর্গাধ্যক্ষের যোগে ১৬৪৬ ' খ্ৰীষ্টাব্দে উনবিংশতিবর্ষ বয়ঃক্রমকালে সে দুর্গটি হস্তগত করিলেন; এবং বিজয়পুরে । বলিয়া পাঠাইলেন যে সরকারের লাভ করিয়া দিবেন, এই উদ্দেশেই কেল্লাটি ; দখল করিয়াছেন, এবং ইহার প্রমাণ । স্বরূপ তজ্জন্য তৎ প্রদেশস্থদেশমুখাপেক্ষা অধিক রাজস্ব দিতে অঙ্গীকার করিলেন। টধার নাম প্রচণ্ডগড় রাখিলেন, এবং .
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।