| & Φο শৈশব সহচরী। srييتيx (বঙ্গদশম, ভাঃ, ১৯৮২ | দর্যগণ সকলেই এই পরামর্শ সঙ্গত বিবেচনা করিয়া ঢারিজন দস্থ্য দ্বারা শিবিকাসহিত রমণীকে লইয়া চলিল । রাত্রি একপ্রহর হইয়াছে । আকাশ মেঘাচ্ছন্ন হওয়াতে অতিশয় অন্ধকার হইয়াছে। দস্থ্যর প্রান্তর পার হইয়া গ্ৰাম্যপথ ত্যাগ করিয়া অন্ত এক পথ ধfরল ; দেখিয়া রমণী জিজ্ঞাসা করিল, “ তোমরা কোথায় যাইতেছ? এ ত । সুবর্ণপুরের পথ নয়—” দক্ষ্যর উত্তর করিল না দেখিয়া রমণী চিন্তিত হইলেন ; কিন্তু তাহাদিগের অমু নয় বিনয় অথবা ভয়প্রদর্শন বৃথা বোধে আপনার অদৃষ্টের প্রতি নির্ভর করিয়া মৌনাবলম্বনে রহিলেন। দম্য বাহক গণ রমণীর এই প্রকার নির্ভীকতা দে খিয়া বলাবলি করিতে লাগিল, “বাবুর। | হলে এতক্ষণ কত কঁাদিত, কত অামাদের পায়ে পড়িত, কিন্তু কি আশ্চৰ্য্য! এ ছুড়ি একবার চেঁচালে না!” ক্রমে শিবিকার দুই পাশ্ব গাঢ় অন্ধকারময় হইল। রমণী বুঝিল যে, শিবিক কোন নিবিড় অরণ্যমধ্যে প্রবেশ করিতেছে । কিছুক্ষণ এই প্রকার অন্ধকারময় নিবিড় অরণ্য অতিবাহিত করিয়া এক স্থানে শিবিক থামিল, এবং পরক্ষণেই একজন দক্ষ্য কহিল “ বেরিয়া এসগো ঠাকুরুণ—” । রমণী শিবিক হইতে অবরোহণ করিয়া দেখলেন, সম্মুখে এক প্রকাও মন্দির, চতুর্দিকে নিবিড় অন্ধকার, এবং মধ্যে২ করিলেন “আপনি কে?" কিন্তু স্ত্রীলোক বিষ্কাৎ চমকিতেছে । তখন আদেশ মত ; একজন দস্থ্যর পশ্চাৎ২ ঐ মন্দিরের মধ্যে প্রবেশ করিলেন । - ¥ ~ ত্রয়োদশ পরিচ্ছেদ । কুমুদিনী । রমণী মন্দিরমধ্যে প্রবেশ করিয়। দেখিলেন গৈরিকবসনপরিহিত, শ্মশ্রীল মুখমণ্ডল, এক যুবা সম্মুখে পাষাণময়ী কালীমূৰ্ত্তি পূজা করিতেছেন। রমণী গাঢ় অবগুণ্ঠণে মুখাবৃত করিয়া একপাশ্বে দাড়াইয়া রহিলেন । কিয়ৎ- , ক্ষণের পর তাহার সমভিব্যাহারী দস্থ্য কহিল, “বাবু মহাশয়!” পূজক কিঞ্চিৎ বিলম্বে দস্থ্যদিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন “ কি, সফল হইয়াছে ?” দস্থ্য উত্তর না করিয়া হঠাৎ চমকিত নেত্রে রমণীর প্রতি দৃষ্টিনিক্ষেপ করিল। তাহার কারণ এই যে পূজকের কণ্ঠস্বরে অবগুণ্ঠনবতী হঠাৎ অস্ফুট চীৎকার কब्रिग्रा फेब्रिछिप्लन। পূজকও দস্থ্য যে দিকে চমকিতনেত্ৰে চাহিতেছিল, সেষ্টদিকে দৃষ্টিপাত করিলেন এবং তৎক্ষণাৎ কহিলেন, “এ কে, এ যে স্ত্রীলোক!” : দস্থ্য । আজ্ঞে, একটা ভ্রম হয়েছে, | তাহাকে ধরিতে গিয়া একটা স্ত্রীলোককে ধরে ফেলেছি । পূজক ক্ষণকাল অবগুণ্ঠনবতীকে | আপাদ মস্তক অবলোকন করিয়া,জিজ্ঞাসা
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।