| ༤་༩༠ কিক ঘটনা বর্ণন করিয়াছেন । শৈশবাবস্থায় একদা চৈতন্য গৃহাভ্যন্তরে ক্রীড়া করিতে করিতে মাটি খাইতেছিলেন, করিলেন। শিশু বলিল “ সমুদয় বস্তুই মাটি, যে হেতু মাটি বিকৃত হইয়া উদ্ভিদাদি হয় । সুতরাং উদ্ভিদাদির ন্যায় মাটি আহার করায় দোষ কি ?’ শচী বলিলেন “ বস্তু মাত্রের স্বাভাবিক ও বিকৃতাবস্থ। সমগুণ বিশিষ্ট নহে।” এই কথা শ্রবণ করিয়া চৈতন্য দৌড়িয়া মাতার অঙ্কে উঠিয়া বলিলেন “ ম! আর আমি মাটি খাইব না, আমি তো মার স্তন্যপান করিব।” অন্য দিন এক জন ব্রাহ্মণ জগন্নাথের আলয়ে অতিথি হইয়াছিলেন । ব্রাহ্মণ ভক্ষ্য দ্রব্য রন্ধন করিয়া বিষ্ণুকে নিবেদন করিয়া দিলেন, নয়নোস্ত্রীলন করিয়া দেখেন, নিমাই তাহার করিতেছেন। জগন্নাথ এই সংবাদ শ্রবণ করিয়া পুত্রকে নানারূপ उाज्जना করিয়া গলবস্ত্রে ব্রাহ্মণকে পুনৰ্ব্বার রন্ধন করিতে অনুরোধ করিলেন । ব্রাহ্মণ - তাহার অনুরোধ এড়াইতে না পারিয়া পুনৰ্ব্বার রন্ধন কয়িলেন। রন্ধনান্তে যখন পুনৰ্ব্বার বিষ্ণুকে নিবেদন করিতে বসিয়া চক্ষুমুদিত করিলেন, অমনি নি H, - মাই পুনৰ্ব্বার আহার করিতে বসিলেন । | পুনঃ পুনঃ এইরূপ হওয়ায় ব্রাহ্মণ পরি- | | ণামে বুঝিতে পারিলেন নিমাই সামান্য || শিশু নহে-বিষ্ণুর অবতার। তখন চৈতন্য । ইহ দেখিয়া শচী তাহাকে । অনুযোগ · SSAS A SAS SSAS SSAS নিমাইকে নানারূপ স্তবস্তুতি করিয়! বিদায় হইলেন : স্নান করিতে গিয়া ঘাটে বয়স্যদিগের আনীত দেবপূজার্থ নৈবেদ্যাদি অপহরণ করিয়া আহার করিতেন । ক্রমে চৈতন্যের বিদ্যায়জের কাল উপস্থিত হইল। জগন্নাথ মিশ্র পুত্রকে নবদ্বীপনিবাসী প্রসিদ্ধ অধ্যাপক গঙ্গা করিলেন । এদিকে জগন্নাথ মিশ্রের জ্যেষ্ঠ পুত্ৰ চৈতন্যের অগ্রজ বিশ্বরূপ কৌমারাবস্থা লেন। জগন্নাথ বিশ্বরূপের বিবাহের জন্য অনুষ্ঠান করিতে লাগিলেন। কিন্তু বিশ্বরূপ সংসারে যারপর নাই নির্লিপ্ত ছিলেন এবং সৰ্ব্বদা মনে২ সন্ন্যাস ধৰ্ম্মের উৎকর্ষ চিন্তা করিতেন । পিতা বিবাহ দেওয়ার উদ্যোগ করিতেছেন জানিতে পারিয়া, বিশ্বরূপ নিভৃতে ত্যাগ করিয়া, আত্মীয় বন্ধু ত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করিয়া গৃহ হইতে বহির্গত চৈতন্য বাল্য কালে বড় দুর্দান্ত ছিলেন। দাস পণ্ডিতের চতুষ্পাঠীতে প্রেরণ করি । লেন । তথায়, চৈতন্য স্বাভাবিক বুদ্ধি । প্রাখধ্যে অত্যন্নকালেই ব্যাকরণ সমাধা ! অতিক্রম করিয়া যৌবনে পদার্পণ করি এইরূপ একটি বর্ণন আছে। হয়ত বৃন্দা জন্য তাঁহারই অনুকরণ করিয়াছেন। সানন্দচিত্তে মহাপ্রসাদ গ্রহণ করিয়া ও (৭ল দশম আখিঃ ১২৮২" } সহিত কলহ করিতেন ও কুমারী দিগের 1 সংসারাশ্রম ত্যাগ করিয়া,জনক জননীকে ৷
- ভাগবতে কৃষ্ণের বাল্য কাল ঘটিত ৷
বন দাস চৈতন্যের প্রাধান্য বিস্তার f