بر رای আত্মাভিমান । (বঙ্গদশম, অশ্বিঃ, ১৯৮২ | - পীর মনেও ধৰ্ম্মাভিমান প্রবিষ্ট হইয়া তাহাকে কোন কোন স্থলে সৎকৰ্ম্মশালী করে । ধনাভিমান, যশোভিমানের ন্যায় ধৰ্ম্মাভিমান বশতঃও লোকে অনেক সময়ে অনেক অসৎ কাৰ্য্য ও উন্মত্তবৎ ব্যবহার করিয়া থাকে। ধৰ্ম্মের জন্য বে উৎপীড়ন হয় ধৰ্ম্মাভিমানই তাহার একমাত্র কারণ। নরশোণিতর্তৃষ্ণবিধুরা মেরী এক মাত্র ধৰ্ম্মাভিমান বশতঃই কএক বৎসর মধ্যে ২৭৭ জন পোপবিরোধী খৃষ্ঠানের প্রাণবধ করিয়াছিলেন। বেকেট পোপের পদাভিষিক্ত হইয়া স্বাভাবিক শম প্রকৃতি পরিত্যাগ করিয়া তাৎকালীন ঐপদসুলভ দুৰ্দ্ধৰ্ষ ভাব অবলম্বন করিয়াছিলেন । লুই একদিনে বহুতর লোকের রক্তপাত করিয়াছিলেন। অনেক রুমীয় সম্রাট প্রথমসাময়িক খৃষ্টানগণের পবিত্র শোণিতে বসুমতীকে কলঙ্কিত করিয়াছিলেন। ইসুমি ধৰ্ম্মা বলম্বিগণ কত নির্দোষী লোকের প্রাণ ংহার করিয়া আপনাদিগের চির কলঙ্ক ঘোষণা করিয়াছেন । ডামাস্কাস আক্রমণ কালে খালেড পবিত্র প্রণয়বদ্ধ দম্প তির বিচ্ছেদ ঘটাইয়াছিলেন । কত ব্রাহ্মণ্য ধৰ্ম্মাবলম্বী নরপতি নিরপরাধী বৌদ্ধদিগের প্রাণহানি ও অশেষ বিধ অত্যাচারে অত্যাচারিত করিয়াছিলেন । অধুনা হিন্দুগণ ব্রাহ্ম্য ও খৃষ্টান দিগের উপর কত অকথ্য অত্যাচার করিতেছেন । এতদ্ব্যতীত ধৰ্ম্মাভিমান বশতঃ কত -- ----- - -: Ego লোক কত অমানুষী কঠোর করিয়া জীবন : ক্লেশে অতিবাহন করিতেছেন। কেহবা উৰ্দ্ধহস্তে কেহবা অধোমুথে কেহবা শিত কালে বস্ত্রাভাবে, কেহৰা দারুণ নিদাঘ সন্তপ্ত মধ্যাহ্ন সময়ে স্বৰ্য্য কীরণে যার পর নাই ক্লেশ সহ করিয়া ইহজন্মের সার্থকত সম্পাদন করিতেছেন ! কেহব। অনশনে শরীর ক্ষয় ও (হয়ত) প্রাণত্যাগ করিয়া মর্ত্য লোকের দুঃখ যন্ত্রণ হইতে মুক্ত হইয়া স্বৰ্গবাসী হইতেছেন!! এই সকল দোষ সত্ত্বেও ধৰ্ম্মাভিমান মনুষ্যের পরমোপকারী। এসকল ধৰ্ম্মা- ৷ ভিমানের দোষ নহে । লোকের অজ্ঞতার দোষ অর্থাৎ ভ্রান্তিমূলক অনৈসর্গিক বি ষয় সহ ধৰ্ম্মাভিমান যুক্ত হইয়া এইরূপ : কুফল উৎপাদন করে। বীৰ্য্যাভিমান । বীৰ্য্যাভিমান জাতিসাধারণের উন্নতির । প্রধান কারণ। বীৰ্য্যাভিমানপরায়ণ জাতি কখন অন্যের অধীনতা স্বীকার করে না, শক্র কর্তৃক আক্রান্ত হইলে যুদ্ধ ক্ষেত্রে আনন্দে প্রাণত্যাগ করে, তথাপি । এক জনের দেহে প্রাণ থাকিতে ও সমরানল নিৰ্ব্বাণ হইতে দেয় না । | যখন সিপীয় কার্থেজ আক্রমণ করিলেন, অধি- , বাসিগণ প্রাণপণে যুদ্ধ করিতে লাগিলেন এবং দেশের সমুদয় ধন নিঃশেষ হইলে ঘোষিৎ গণ আপনাদিগের গাত্রাভরণ ও মস্তকের কেশ পর্য্যস্ত বিক্রয় করিয়া লাগিলেন । এই ബ _ যুদ্ধোপকরণ যোগাইতে
- ॠस्थॐ~*~*******