so-o-o-o: २ १२ শ্মশানে ভ্রমণ ।
মধুতে মিষ্টতা আছে, তীব্রতাও আছে; স্বৰ্য্যরশ্মিতে প্রফুল্লতা আছে, রোগজনন প্রবণতাও আছে ; রমণীর চক্ষে সৌন্দৰ্য্য - আছে, সৰ্ব্বনাশের মুলও আছে; রমণীর হৃদয়ে ভালবাসা আছে, প্রতারণাও আছে। ধনে ক্ষমতা বৃদ্ধি করে, যৌননিৰ্ব্বাচনের প্রতিবন্ধকতাও করে । * জগতে কোথাও নির্দোষ কিছু দেখিতে পাইবে না। সকলই ভাল মন্দে মিশ্রিত। এই জন্য প্রকৃতি দেখিয়া কোন কোন f Sunstroke. See Tanner's Practice of Medicine. vol. I. page 375. * The Gracian poet, Theognis. who lived 550 B.C., clearly saw, that wealth of ten checks the propor action of sexual selection. He thus writes: “But, in the daily matches that i we make, The price is every thing: for : Moncy’s sake, Men marry: women are in marriage given; The Churl or ruffian, that in : wealth has thriven, May match his offspring with the : proudest race: Thus every thing is mixed, noble and base! If then in outward manner, form and mind, You find us a degraded, motley | kind, Wonder no more, my friend the cause is plain, And to lament the Consequence . in vain.” See Darwin's Descent of Man, Part I. chap II. Also Part III. Chap. XX. citafićssa,—Sexual Selection. যায়, কিছুই থাকে না –থাকে কেবল পণ্ডিত বলেন এই পরিদৃশ্যমান বিশ্বের যে আদিকারণ, সেও ভাল মন্দে মিশ্রিত ; : অথবা দুইটি শক্তি হইতে এ জগৎ সমুৎপন্ন—সেই শক্তির, একটি ভাল, একটি মনা ; একটি স্নেহ, একটি ঘৃণা ; একটি অম্বুরাগ, একটি বিরাগ; একটি আকর্ষণ, | অপরটি প্রতিক্ষেপ। । কিন্তু, কি বলিতে । বলিতে কি বলিতেছি— এই যে সংসার, ইহা এক মহাশ্মশান। । চিরপ্রবহমান কালস্রোতঃ, দিনে দিনে । দণ্ডে দণ্ডে, মুহুর্তে মুহুর্তে, পলকে পলকে, সব ভাসাইয়া লইয়াগিয়া বিস্মৃতির গৰ্ত্তে ফেলিতেছে। পূৰ্ব্ব মুহুর্তে যাহা দেখিয়াছ, উপস্থিত মুহুর্তে আর তাহ নাই— । প্রাণদিলেও আর তাহা ফিরিয়া আসিবে না। এইক্ষণে যাহা রহিয়াছে, পরক্ষণে আর তাহ থাকিবে না, অখিল সংসার খুজিয়া দেখিলেও, কোথাও পাইবে না। কোথায় যাইবে, কোথায় যায়, তাহ তুমিও যতদূর জান আমিও ততদূর জানি, এবং তুমি আমি যাহা জানি, তাহার অধিক কেহই জানে না । সবই কীৰ্ত্তি কীৰ্ত্তি অক্ষয়। কালিদাস গিয়াছেন, শকুন্তলা আছে। সেক্ষপীয়র গিয়াছেন, হামলেট্ আছে। ওয়াসিন্টন গিয়াছেন, আমেরিকার স্বাধীনতার ধ্বজা f Attraction and Resistance of Matter. This theory originated with Laplace; it has been ex- pounded by Herbert Spencer.