দেহ আপন তাহার বদনচুম্বন করিলেন এবং দ্বার १छ १-fम, श्रtfर्भ: -२० २ ! চারী ও রজনীর দ্বারবানদিগের দ্বারায় দস্যগণ বেষ্টিত হইয়া পলাইবার চেষ্টা করিতেছে, এবং মুহুর্তেক মধ্যে আক্রমণকারীর উত্তোলিত হস্ত দুই খণ্ড হইয়৷ এক খণ্ড অসিসহিত ভূপতিত হইল । রজনীকান্ত দেখিলেন যে,র্তাহার সমবয়স্ক অতিক্ষুন্দর এক যুবাপুরুষ আসিয়া র্তাহার দ্বিতীয় বার প্রাণরক্ষা করিল। তাহাকে ধন্যবাদ দিয়া আস্তে ২ স্বর্ণপ্রভার দেহ বক্ষে করিয়া আপনার শয়নকক্ষে লইয়া গেলেন এবং সযত্নে সেই রক্তাক্ত শয্যায় রক্ষণ করিয়া দেশে একজন পরিচারিকা রক্ষক রাখিয়া “স্বর্ণকে বুঝি হারাইলাম,কিন্তু কুমুদিনীকে যদি না বঁাচাইতে পারি তবে এ ছার জী বন রাখিয়া কি সুখ !” এই বলিয়া এক খান তরবারি হস্তে লইয়া প্রাঙ্গণে আসিয়া দেখিলেন যে, দস্থ্যর পলায়ন করিয়াছে এবং পুলিষ কৰ্ম্মচারিগণ তৎপশ্চাৎ ধাবমান হইয়াছে, প্রাঙ্গণে কেবল মাত্র চারি পাঁচটি আহত ব্যক্তি আর দুইটি স্ত্রী লোক পতিত রহিয়াছে। তন্মধ্যে একটি স্ত্রীলোক পূৰ্ব্বস্থান হইতে অন্য এক । স্থানে একটি যুব পুরুষের বামহস্তে মস্তক রাখিয়া পতিত রহিয়াছে। রজনী | চিনিলেন যে, স্ত্রীলোকটি কুমুদিনী, আর যুব পুরুষটি তাহার রক্ষাকৰ্ত্তা। একজন নিকটস্থ আহত পুলিষকে জিজ্ঞাসা করাতে জানিলেন, যে দস্থ্যর পলায়ন সময়ে কুমুদিনীকে লইয়া যাইতেছিল, শৈশব সহচরী। २}> ¢ এমন সময়ে ঐ যুবক আসিয়া তাহা- . দিগের হস্ত হষ্টতে কুমুদিনীকে উদ্ধার করেন, কিন্তু ঐ সময়ে দস্থ্যদিগের দ্বারা আঘাত প্রাপ্ত হওয়ায় কুমুদিনীর সহিত ঐ স্থানে পতিত হইলেন। রজনী দ্রুত বারি । আনিয়া কুমুদিনীর মুখে সিঞ্চন করাতে । তিনি সংজ্ঞালাভ করিলেন এবং চক্ষুরুন্মী লন করিয়া সম্মুখে রজনীকে দেখিয়া মস্তকে অঞ্চল টানিতেই অতি মৃদু স্বরে জিজ্ঞাসা করিলেন, “স্বর্ণ, স্বর্ণ কোথায় ?” রজনী তদ্রুপ মৃদ্ধ স্বরে বলিলেন “স্বর্ণশ । য়ন করিয়া আছে ।” রজনী জিজ্ঞাসা করিলেন " দন্ত্র্যর আপনাকে কোনস্থানে কি আঘাত করি- , য়াছে ?” কু। ন!—কেবলমাত্র পড়িয়া যাওয়ায় মস্তকে আঘাত পাইয়াছি, তাহা কিছুই নয়। তৎপরে কুমুদিনী উঠিবার উপক্রম করিতে গিয়া দেখিলেন যে, এক যুবা । পুরুষ তাহার নিকট পতিত রহিয়াছে এবং র্তাহার হস্তে মস্তক রক্ষা করিয়া । তিনি পতিত ছিলেন । কুমুদিনী চম- ' কিত হইয়া সলজে উঠিয়া বসিলেন, এবং রজনীকান্তের মুখপ্রতি চাহিয়া রহি লেন। রজনী বুঝিতে পারিয়া বলিলেন, । “ উনি কে, তাহ জানি না। কিন্তু দস্থ্যর যখন তোমাকে লইয়া পলায়ন করে, তথন উনি তোমাকে পরিত্রাণ করিতে গিয়া তাহাদিগের দ্বারা আহত হইয়া, । তোমাকে লইয়া এইস্থানে পতিত হয়েন।” তৎপরে কুমুদিনী প্রাঙ্গণ হইতে
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।