পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরক্ত হন । উৎপত্তি, ইহা সম্বন্ধেই খাটে না । অভিধানে,অভিমান শব্দের প্রতিবাক্য গৰ্ব্ব, দস্ত, হইলেও \}о о প্রচও নয়, অভিাঙ্গ কেউটার মত তেমন ভীষণ নয় । এখন এই গৰ্ব্ব, যৌগিক পদার্থের মূল ভূতের ন্যায় মিশ্রাবস্থায় নিজীব হইয়া আছে । জলীয় হইয়া পড়িয়াছে, তেমন পাটি দেখিতে পাওয়া যায় না । এখনও কেহ২ দৰ্প ভাঙ্গিলে ক্ষণিক লজ্জা ভোগ করিয়াই কুপিত হয় । এখন ও কেহ২ পরপ্রশংসা শুনিলে গৰ্ব্ব নেশা ছুটিয়া যাইবার আশঙ্কায় অভিমান ক্ষয়ে লজ্জার এই আস্থরিক দম্ভ প্রচলিত প্রাকৃতে অভিমানের যেরূপ কোমল অর্থ, প্রায় সেইরূপ কোমল অর্থে আমরা এই প্রবন্ধে অভিমান কসেণ্টিগ্রেড, চিত্তোত্তাপ-মানের (গরিমা-তাপমানের) শূন্য অংশে অভিমান, শততম অংশে আস্থরিক গৰ্ব্ব । গৰ্ব্বিতের গৰ্ব্বক্ষয়ে ক্রোধ থাটি ব্যাহার করিয়াছি । উপস্থিত হয়, অভিমানীর অভিমান ক্ষয়ে লজ্জ উপস্থিত হয় । গৰ্ব্ব অভিমান দুই সুপ, কোপ লজ্জা দুই দুঃখ । অভি

Z( ,^ لگسہ "ᏑöᏖᎹ

লজ্জা কেন করি । -=साचा কfঃ १ | মান মৃদুসামগ্ৰী, গৰ্ব্ব অতি তীব্র উর পদার্থ। অভিমান লোকের কথা শুনিয়া লোকের মনোমত হইয়া চলে। পাছে কেহ অক্ষম, হীন, ছোট বলে, এইভয়ে গৰ্ব্ব, লোকের কথায় ক্ৰক্ষেপ করে না, সকল লোককে নীচ ভাবে, আপনার ' শুঘারে গে। মত চলে। অভিমানী, । আপন গুণ সংখ্যায় অসম্পূর্ণতা দেখিতে । পান, দেখিয়া, হয় ঢাকিয়া রাখেন, নয় । পরিপূরণ করিতে চেষ্টা করেন ; গৰ্ব্বিত, আপন গুণসংখ্যার অসম্পূর্ণতা দেখিতে পান না। লজ্জা মনের লুক্কায়িত অভিমান দেখাইয়া দেয়, ক্ৰোধ লুক্কায়িত । দন্ত দেখাইয়া দেয়। ক্রোধ গৰ্ব্বের জলন্ত । চিহ্নস্বরূপ । সেই জন্য, কতক মত জ্ঞানবান হইলেই, আমরা পিতা মাত৷ গুরুজনের সমক্ষে সাধ্যমত ক্রোধ প্রকাশ ! করি না এবং প্রকাশিত কোপ লজ্জিত । হইয়া সম্বরণ করিয়া লই। গুরুজনের । সমক্ষে রাগ করিলেই গৰ্ব্ব দেখান হয়, গুরুজনের ক্ষমতা ঠেলিয়া ফেলিয়া আপন ক্ষমতা প্রকাশ করা হয়, গুরুজনকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়।