worr বল-শম, কা: ১-৮২ ) বনস্থলীর প্রতি মিস ইডেনের উক্তি । মরি করে নয়ন জুড়াইতে এত রূপের ছড়াছড়ি—বনস্থলি ! যাই চল রাজ স্থানে, নেচে বালক যুবতীযুব সম্ভাষিবে গানেগানে যাই চল রাজ স্থানে । ংশীধ্বনি উঠবে কত, হেঁসে বালক যুবতী যুব প্রদক্ষিণে যাবে যত ভেরীধবনি উঠবে কত । শুধু সঙ্গে নে তোর পার্থীগুলি, তোর হারমোনিয়া মধুর-বুলি ; এমনি মাখবে তারা পুষ্পধূলি । শুধু সঙ্গে নে তোর গুল্ম গুলা, যেন নানা রঙের ছত্র খুলা, কিবা আপনি বাধা ফুলের তোড়া, যেন পুষ্প ভরা সবুজ ঝোড়া ॥. মরি সঙ্গে নে তোর পাদ্য-জল তনু স্রোতস্বতী নিরমল, চরণতলে সাপিনী ছলে ধাকৃবে পোড়ে অবিরল, i গড়ের মাঠের ইডেন পার্ককে কাননহইতে উঠাইয়া আনিবার সময় বনস্থলীর প্রতি মিস ইডেনের উক্তি । আরো সঙ্গে নে তোর তুঙ্গ শাখায় । গুচ্ছ ফুলের লাল চুড়া ; ও তোর লতায় গাথা ফুলের দড়া ॥ শুধু সঙ্গে নে তোর ফল ফুল, সেথ বসাইব অলিকুল ॥ আমাদেরও শশী আছে— দিন দিন ফুল ফলে সিনানিতে বিন্দুজলে; আমাদেরও বায়ু আছে— তোর পক্ষপাতপাক চুলে তরেতরে ফেলবে [ তুলে ; আমাদেরও শশী আছে— | রাত্রে অলি জুটাইতে ফুল কুলে হাসাইতে; | আমাদেরও ভাসু আছে— i বসাইতে শিশুফলে পড়াইতে পাখীদলে। : মরি করে নয়ন জুড়াইতে | এত রূপের ছড়াছড়ি বনস্থলি ! | যাই চল রাজস্থানে, h নেচে বালক যুবতী যুবা সস্তাষিবে গানেগানে যাইচল রাজ-স্থানে ॥ r যেন ভূমি-তড়িৎ আচঞ্চল। তৃতীয় প্রস্তাব ইহাই সাম্যনীতি । জাতি, অতএব تققتینیستتتتن سخت تعقت ~2ళిః శాr~~ সাম্য । মহুষ্যে মনুষ্যে সমানাধিকার বিশিষ্ট— । অধিকার-শালিনী। স্ত্রীগণ ও মনুষ্য | ষের অধিকার অাছে, স্ত্রীগণেরও সেই ২ { স্ত্রীগণ ও পুরুষের তুল্য | কার্য্যে অধিকার থাকা, ন্যায় সঙ্গত। —স্ত্রীজাতি। যে২ কার্য্যে পুরু o
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩০৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।