8 צ9\ * পাইবেন এমন অন্যের কাছে পাইবেন না । এ দেশের নাম “ বেঙ্গল।” এনাম কেন হইল, তাহ দেশী লোকে বলিতে পারে না । কিন্তু দেশীলোকে এদেশের অবস্থা সবিশেষ অবগত নহে, তাহার ! জানিবে কি প্রকারে ? তাহারা বলে পূৰ্ব্বে ইহার এক প্রদেশকে বঙ্গ বলিত, ৷ তৎপ্রদেশের লোককে এখনও ‘বাঙ্গাল’ বলে, এজন্য এদেশের নাম “বাঙ্গাল।” কিন্তু এদেশের নাম বাঙ্গালী নহে— ইহার নাম “ বেঙ্গল”—তাহ। আপনার সকলেই জানেন । অতএব একথা i কেবল প্রবঞ্চন মাত্র । আমার বোধ z ā cāgstfīja stoff (Benjamin Gall) সংক্ষেপতঃ বেন গল্ নামক কোন ইংরেজ এই দেশ পূৰ্ব্বে আবিষ্কৃত এবং অধিকৃত করিয়া আপন নামে বিখ্যাত করিয়াছিলেন । রাজধানীর নাম “ কালকাটা” (Calcutta) “ কাল” এবং “ কাটা” এই দুইটি বাঙ্গাল শব্দে এই নামের উৎপত্তি। এই নগরীতে কাল কাটাইবার কোন কষ্ট নাই, এই জন্যই ইহার নাম “ কালকাট|” এদেশের লোক কতকগুলি ঘোরতর কৃষ্ণবর্ণ, কতকগুলি কিঞ্চিৎ গেীর। যাহার কৃষ্ণবর্ণ, তাহাদিগের পূৰ্ব্বপুরুষে বোধ হয় আফ্রিকা হইতে আসিয়া এখানে বাস করিয়াছিল, কেননা সেই কৃষ্ণবর্ণ বাঙ্গালিদিগের মধ্যে অনেকেরই কুঞ্চিত কেশ; নরতত্ত্ববিদেরা স্থির করিয়াছেন, কোস ‘’ স্পেশিয়ালের” পত্র । (বঙ্গণেশ, কাঃ, ১৯৮২ ৷ { কুঞ্চিত কেশ হইলেই কাফি, আর যাহারা কিঞ্চিৎ গৌরবর্ণ, বোধ হয় তাহারা উপরিকথিত বেন গল, সাহেবের বংশসস্তৃত। দেখিলাম অধিকাংশ বাঙ্গালি মাঞ্চেঃরের তত্ত্বপ্রস্থত বস্ত্র পরিধান করে । অতএব স্পষ্টই সিদ্ধান্ত হইতেছে, যে ভারতবর্ষ মাঞ্চেষ্টরের সংশ্রবে আসিবার পূৰ্ব্বে, বঙ্গদেশের লোক উলঙ্গ থাকিত ; এক্ষণে মাঞ্চেষ্টরের অমুকম্পায় তাহারা বস্ত্র পরিয়া বাচিতেছে । ইহারা সম্প্রতি মাত্র বস্ত্র পরিতে আরম্ভ করিয়াছে, কি প্রকারে বস্ত্র পরিধান করিতে হয় তাই এখনও ঠিক করিয়া উঠিতে পারে নাই । কেহ২ আমাদিগের মত পেণ্টলন পরে, কেহ কেহ তুর্কদিগের মত পায়জামা পরে, এবং কেহ কেহ কাহার অনুকরণ করিবে, তাহার কিছুই স্থির করিতে না । পারিয়া, বস্ত্রগুলি কেবল কোমরে জড়াইয়া রাখে । অতএব, দেখ, ত্ৰিটিষ রাজ্য বেঙ্গল দেশে একশত বৎসর বুড়া হইয়াছে মাত্র, ইতিমধ্যেই অসভ্য উলঙ্গ জাতিকে বস্ত্র পরিধান করিতে শিখাইয়াছে। সুতরাং ! ইংলণ্ডের যে কি অসীম মহিমা এবং ! তদারা ভারতবর্ষের যে কিপরিমাণে ধন | এবং ঐশ্বৰ্য্য বৃদ্ধি হইতেছে তাহ বলিয়া ! উঠা যায় না । তাহ ইংরেজেই জানে । বাঙ্গালিতে বুঝিতে পারে, এত বুদ্ধি তাহাদিগের থাকা সম্ভব নহে । দুঃখের বিষয় যে আমি কয়দিনে । حسن ۳یے
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।