V)家や2 পলাশির যুদ্ধে उाश সাজে না। এই ৷ কাব্যে কার্য্যের গতিরোধ করা কর্তব্য হয় নাই। কিন্তু এ কাব্যের কার্য্য অতি মন্দগামী, ইহা পূৰ্ব্বেই বলিয়াছি । পঞ্চম সর্গে জেতৃগণের উৎসব,সিরাজদৌলার কারাবাস ও মৃত্যু বর্ণিত হই 讯Y豆1 মেঘনাদবধ, বা বৃত্রসংহারের সহিত এই কাব্যের তুলনা করিতে চেষ্টা পা ইলে, কবির প্রতি অবিচার করা হয়। ঐ কাব্যদ্বয়ের ঘটনা সকল, কাল্পনিক, অতি প্রাচীন কালে ঘটিয়াছিল বলিয়া কল্পিত এবং স্থরস্থির রাক্ষস, বা অমামুষিক শক্তিধর মনুষ্যগণ কর্তৃক সম্পাদিত; সুতরাং কবি সে ক্ষেত্রে যথেচ্ছ ক্রমে বিচরণ করিয়া, আপনার অভিলাষ মত স্বষ্টি করিতে পারেন। পলাশির যুদ্ধে ঘটনা সকল ঐতিহাসিক, আধুনিক; এবং আমাদিগের মত সামান্য মনুষ্যকর্তৃক সম্পাদিত। সুতরাং কবি এস্থলে, শৃঙ্খ লাবদ্ধ পক্ষীর ন্যায় পৃথিবীতে বদ্ধ, আকাশে উঠিয়া গান করিতে পারেন না । অতএব কাব্যের বিষয়নিৰ্ব্বাচন সম্বন্ধে নবীন বাবুকে সৌভাগ্যশালী বলিতে পারি না । তবে, এই কাব্যমধ্যে ঘটনাবৈচিত্র সৃষ্টি বৈচিত্র, সত্তঘটন করা, কবির সাধ্য বটে। তৎসম্বন্ধে নবীন বাৰু তাদৃশ শক্তি প্রকাশ করেন নাই । বৃত্ৰ সংহারের একটি বিশেষ গুণ এই যে, সেই এক খানি কাব্যে উৎকৃষ্ট উপাখ্যান আছে, পলাশির যুদ্ধ। _ কfঃ ১২৮২ | নাটক আছে, এবং গীতিকাব্য আছে। পলাশির যুদ্ধে, উপাখ্যান এবং নাটকের ভাগ অতি অল্প-গীতি অতি প্রবল । নবীন বাবু বর্ণনা এবং গীতিতে এক প্রকার মন্ত্রসিদ্ধ । সেইজন্য পলাশির যুদ্ধ এত মনোহর হইয়াছে। এই সকল বিষয়ে তাহার লিপিগ্রণালীর সঙ্গে বাইরণের লিপি প্রণালীর বিশেষ সাদৃশ্য দেখা যায়। চরিত্রের আশ্লেষণে দুইজনের একজনও কোন : শক্তি প্রকাশ করেন নাই—বিশ্লেষণে দুইজনেরই কিছু শক্তি আছে। নাটকের যাহা প্রাণ–হৃদয়ে হৃদয়ে ‘ ঘাত প্রতিঘাত”—দুইজনের একজনের কাব্যে তাহার কিছুমাত্র নাই। কিন্তু অন্যদিকে দুইজনেই অত্যন্ত শক্তিশালী। ইংরেজিতে বাইরণের কবিতা তীব্রতেজস্বিনী জালাময়ী অগ্নিতুল্য, বাঙ্গালাতেও নবীন বাবুর কবিতা সেইরূপ তীব্রতেজস্বিনী, জালাময়ী, অগ্নিতুল্য। তাহাদিগের হৃদয়নিরুদ্ধ ভাব সকল, আগ্নেয় গিরি নিরুদ্ধ, অগ্নিশিখাবৎ—যখন ছুটে, তখন ! তাহার বেগ অসহ্য । বাইরণ স্বয়ং এক স্থানে কোন নায়কের প্রণয়বেগ বর্ণনাচ্ছলে নায়ককে যাহা বলাইয়াছেন, র্তাহার নিজের কবিতার বেগ এবং নবীন বাবুর কবিতার বেগসম্বন্ধে তাহাই বলা । যাইতে পারে। 肇 景 幣 But mine was like the lava flood That boils in Etna's breast of i flame. | - - _
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।