পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૨ ના রাধারাণী ।


-്~~-*

(१णचश्म, কা ১২৮ এ t রাধারাণী । রাধারাণী নামে এক বালিকা, মাহেশে রথ দেখিতে গিয়াছিল । বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই। তাহাদিগের অবস্থা পূৰ্ব্বে ভালছিলু—বড় মানুষের মেয়ে । কিন্তু তাহার পিতা নাই; তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মেকদামা হয় ; সৰ্ব্বস্ব লইয়া মোকদ্দামা; মোকদ্দামাটি বিধবা হাইকোর্টে হারিল । সে হারিবামাত্র, ডিক্ৰীদার জ্ঞাতি ডিক্ৰী জারি করিয়া, ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল । প্রায় দশলক্ষ টাকার সম্পত্তি, ডিক্ৰীদার সকলই লইল । খরচ ও ওয়াশিলাত দিতে নগদ যাহা- ছিল, তাহাও গেল; রাধারাণীর মাতা, অলঙ্কারাদি বিক্রয় করিয়া, প্রিবিকেন্সিলে একটি আপীল করিল। কিন্তু আর আহারের সংস্থান রহিল না। বিধবা একটি কুটীরে আশ্রয় লইয়া, কোন প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত ক রিতে লাগিল । রাধারাণীর বিবাহ দিতে পারিল না । কিন্তু দুর্ভাগ্য ক্রমে রথের পূৰ্ব্বে রাধারাণীর মা ঘোরতর পীড়িত হইল-যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত, তাহা বন্ধ হইল । সুতরাং আর আহার চলে না । মাতা রুগ্না, এজন্য কাজে কাজেই তাহার উপবাস ; রাধারাণীর জুটিল না, বলিয়া উপবাস। একটু বিশেষ হইল, পথ্যের প্রয়োজন হইল, কিন্তু পথ্য কোথা ? কি দিবে ? রাধারাণী কঁদিতে কঁাদিতে কতকগুলি বনফুল তুলিয়া, তাহার মালা গাথিল । রথের দিন তাহার মা ! মনে করিল যে এই মালা রথের হাটে ! বিক্রয় করিয়া দুই একটি পয়সা পাইব, তাহাতেই মার পথ্য হইবে । কিন্তু রথের টান অৰ্দ্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙ্গিয়া গেল । ] রাধারাণী মনে । মালা কেহ কিনিল না । করিল যে আমি একটু না হয় ভিজিলাম —বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে। কিন্তু বৃষ্টি আর থামিল না । লোক আর ' জমিল না। সন্ধ্যা হইল—রাত্রি হইল— বড় অন্ধকার হইল—অগত্যা রাধারাণী | কাদিতে 'কাদিতে ফিরিল । অন্ধকার –পথ কর্দমময়, পিচ্ছিল— কিছুই দেখা যায় না। তাহাতে মূষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল । মাতার অন্নাভাব মনে করিয়া তদপেক্ষাও রাধারাণীর চক্ষুঃবারিবর্ষণ করিতেছিল। রাধারাণী কঁদিতেই আছাড় খাইতেছিল— কঁাদিতে ২ উঠিতেছিল—আবার কঁাদিতেই আছাড় খাইতেছিল। দুই গণ্ডবিলম্বী ঘন কৃষ্ণ অলকাবলী বহিরা, কবরী