– ـ تـ- حجيج-جتيج-جيجيجيج বঙ্গ দশম, ক': -৮২ ) রাধারাণী । veyos) ন আপনি আজ্ঞা করুন, তামি কি | রং আর সে অহঙ্কারও নাই । । এক্ষণে করিব ? আপনার যাহা প্রয়োজন, আমি | তিনি যাইতে সন্মত হইলেন । কামাখ্যা তাহাই করিব।” বাবু, রাধারাণী ও তাহার মাতাকে সযত্নে রাধারাণীর মাতা বলিলেন, “আমি | নিজালয়ে লইয়া গেলেন । । চলিলাম, কিন্তু রাধারাণী রহিল । এক্ষণে | তিনি রীতিমত পীড়িতার চিকিৎসা আদালত হইতে আমার শ্বশুরের যথার্থ | করাইলেন । কিন্তু তাহার জীবন রক্ষা উইল সিদ্ধ হইয়াছে, অতএব রাধারাণী | হইল না, অল্পদিনেই তাহার মৃত্যু হইল । এক সমস্ত সম্পত্তির অধিকারিণী হইবে। | উপযুক্ত সময়ে কামাখ্যা বাবু রাধাআপনি তাহাকে দেখিবেন, আপনার | রাণীকে তাহার সম্পত্তি দখল দেওয়াই কন্যার দ্যায়, তাহাকে রক্ষা করিবেন । । লেন । কিন্তু রাধারাণী বালিকা বলিয়া এই আমার ভিক্ষ । আপনি এই কথা | তাহাকে নিজবাটীতে এক থাকিতে স্বীকার করিলেই আমি তুপে মরিতে ; দিলেন না, আপন গৃহেই রাখিলেন । পারি।” কালেক্টর সাহেব, রাধীরাণীর সম্পত্তি কোট অব ওয়ার্ডেসের অধীনে আনিবার জন্য যত্ন পাইলেন, কিন্তু কামাপ্য। বাবু কামাখ্যা বাবু বলিলেন, “ আমি আপনার নিকট শপথ করিতেছি, আমি রাধারাণীকে তাপন ক্যার অধিক যত্ন । বিবেচনা করিলেন, আমি রাধারাণীর করিব। আমি কায়মনোবাক্যে এ কথা ; জন্য যতদূর করিব, সরকারি কৰ্ম্মচারিগণ - চক্ষের জল দেখিয়া, তাহার কথায় বিশ্বাস | লেন । কামাখ্যfবাবু স্বয়ং রাধারণীর করিলেন । তঁহার সেই শীর্ণ শুল্ক অধরে ; সম্পত্তির তত্ত্বাবধারণা করিতে লাগিলেন । একটু আহলাদের হাসি হাঁসিলেন। বাকি রাধারণীর বিবাহ । কিন্তু হাসি দেখিয়া কামাখ্যা বাৰু বুঝিলেন, কামাখ্যাবাবু নব্যতন্ত্রের লোক -বালাইনি আর বঁচিবেন না। বিবাহে তাহার দ্বেষ ছিল । তিনি বিবে কামাখ্যা বাবু তাহাকে বিশেষ করিয়া ; চনা করিলেন, যে রাধারণীর বিবাহ অনুরোধ করিলেন, যে এক্ষণে আমার | তাড়াতাড়ি না দিলে, জাতি গেল মনে গৃহে চলুন। পরে ভদ্রাসন দখল হইলে | করে, এনত কেহ তাহার নাই। অতএব যবে রাধারাণী, স্বয়ং বিবেচনা করিয়া আসিবেন । রাধারাণীর মাতার যে অহঙ্কার,সে দরিদ্রজনিত-এজন্য দারি | বিবাহে ইচ্ছুক হইবে,তবে তাহার বিবাহ দ্র্যাবস্থায় তাহার গৃহে যাইতে চাহেন | দিব । এখন সে লেখাপড়। শিখুক । নাই । এক্ষণে আর দারিদ্র্য নাই, সুত | এই ভাবিয়া কামাখ্য'বাবু রাধারণীর কহিলাম, আপনি বিশ্বাস করুন।” ততদূর করিবে না । কামাখ্যাবাবুর বিনি মুমুমু তিনি, কামাখ্যা বাবুর | কৌশলে, কালেক্টর সাহেব নিরস্ত হই- - |
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।