t त्रभ्रम-*न কীঃ, ১২৮ ২ 1) প্রথম চিকিৎসা বোধ হয়, রুক্মিণীকুমারের সন্ধান করা ।” কামাখ্যাবাবু, রুক্সিণীকুমারের সন্ধানে প্রবৃত্ত হইলেন । স্বয়ং কলিকাতায় তাহার অনুসন্ধান করিতে লাগিলেন । বন্ধু বর্গকে ও সেই সন্ধানে নিযুক্ত করিলেন । দেশে ২ আপনার মোয়াক্কেলগণকে পত্র লিখিলেন । প্রতি সম্বাদপত্রেও বিজ্ঞাপন দিলেন । সে বিজ্ঞাপন এইরূপ— “বাবু রুক্মিণীকুমার রায়, নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করিবেন— বিশেষ প্রয়োজন আছে । ইহাতে রুক্মিণী বাবুর সন্তোষের ব্যতীত অসন্তোষের কারণ উপস্থিত হইবে না । শ্ৰীইত্যাদি – ” কিন্তু কিছুতেই রুক্মিণীকুমারের কোন সন্ধান পাওয়া গেল না । দিন গেল, মাস গেল, বৎসর গেল, তথাপি কই, রুক্মিণীকুমার ত আসিল না । ইহার পর, রাধারাণীর আর একটি ঘোরতর বিপদ উপস্থিত হইল-কামাখ্যা বাবুর লোকাস্তরগতি হইল। রাধারাণী ইহাতে অত্যন্ত শোকাতুর হইলেন, দ্বিতীয়বার পিতৃহীন হইলেন, মনে করিলেন। কামাখ্য' বাবুর শ্রাদ্ধাদির পর, রাধারাণী, আপন' বাটীতে গিয়া বাস করিতে লাগিলেন । এবং নিজ সম্পত্তির তত্ত্বাবধারণা স্বয়ং করিতে লাগিলেন। কামাখ্যা বাবুর বিচক্ষণতা হেতু, রাধারাণীর সম্পত্তি বিস্তর বাড়িয়াছিল । । தக রধারাণী । వీvరి( বিষয় হস্তে লষ্টয়াই, রাধারণী প্রগ মেই দুই লক্ষ মুদ্র গবর্ণমেণ্টে প্রেরণ তৎসঙ্গে এই প্রার্থনা করিলেন, যে এই অর্থে তঁহার নিজ গ্রামে, ; করিলেন । একটি তানথিনিবাস স্থাপিত হউক । তাহার নাম হৌক— “ রুক্মিণীকুমারের | প্রসাদ ।” t গবর্ণমেণ্টের কৰ্ম্মচারিগণ প্রস্তাবিত । নাম শুনিয়া কিছু বিস্মিত হইলেন, কিন্তু তাহাতে কে কথা কহিবে ? অনাথনিবাস ংস্থাপিত হইল । রাধীরাণীর মাতা দারিদ্রাবস্থায় নিজগ্রাম ত্যাগ করিয়া, শ্রীরামপুরে কুটার নিৰ্ম্মাণ করিয়াছিলেন, কেন না যে গ্রামে যে ধনী ছিল, সে সহসা দরিদ্র হইলে, সেগ্রামে তাহার বাস করা কষ্টকর হয়। র্তাহাদিগের নিজগ্রাম শ্রীরামপুর হইতে কিঞ্চিৎ দূর— আমরা সে গ্রামকে রাজপুর বলিব । এক্ষণে রাধারাণী রাজপুরেই বাস করিতেন। অনাথনিবাসও রাধারাণীর বাড়ীর সম্মুখে, রাজপুরে সংস্থাপিত হইল। নানা দেশ হইতে দীন দুঃখী অনাথ আসিয়৷ তথায় বাস করিতে লাগিল । 8 দুই এক বৎসর পরে, একজন ভদ্র লোক, সেই অনাথনি বসে আসিয়া উপস্থিত হইলেন । তাহার বয়স ৩৫৩৬ বৎসর। অবস্থা দেখিয়া, অতি ধীর, গম্ভীর, এবং অর্থশালী লোক বোধ হয় । । তিনি সেই “ রুক্মিণীকুমারের প্রসাদের’
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।