৩৪০ কিন্তু এই শচীনিন্দিতা রূপসীর শতাং শের একাংশ রূপও যদি তাহার থাকে, তাহা হইলে সেও লোকমনোমোহিনী বটে! এ দিকে রাধারণী, অতৃপ্তশ্রবণে রুক্মিণীকুমারের মধুর বচনগুলি শুনিতে ছিলেন– মনে মনে ভাবিতেছিলেন, তুমি যাহা পাপিষ্ঠ। রাধরাণীকে বলিতেছ, কেবল তোমাকেই সেই কথাগুলি বল। যায়! তুমি আজ আট বৎসরের পর রাধারাণীকে ছলিবার জন্য কোন নন্দনকানন ছাড়িয়া পৃথিবীতে নামিলে ? এত দিনে কি আমার হৃদরের পূজায় প্রীত হইয়াছ ? তুমি কি অন্তর্যাম ? নহিলে আমি লুকাইয়া২, হৃদয়ের ভিতরে লুকাইয়া তোমাকে যে পূজা করি, তাহা তুমি কি প্রকারে জানিলে ? - এই প্রথম, দুইজনে, স্পষ্ট দিবস'লোকে, পরস্পরের প্রতি দৃষ্টিপাত করি: লেন। দুইজনে, দুইজনের মুখপানে চাহিয়া ভাবিতে লাগিলেন, আর এমন আছে কি? এই সসাগর নগনদীচিত্রিত। জীবসন্ধুলা পৃথিবীতলে, এমন তেজোময়, এমন মধুর, এমন সুখময়, এমন চঞ্চল অথচ স্থির, এমন সহাস্ত অথচ গম্ভীর, এমন প্রফুল্ল অথচ ব্রীড়াময়, এমন আর আছে কি ? চিরপরিচিত অথচ অত্যন্ত অভিনব, মুহুর্ভে২ অভিনব মধুরমাময়, অস্ট্রিীয় অথচ অত্যন্তপর, চিরস্মৃত অথচ অদৃষ্টপূৰ্ব্ব-কখন দেখি নাই, কখন আর এমন দেখিব না, এমন আর আছে কি ? تتشتت تتنفة রাধারাণী । ன்ன்ன்னன் (चशन-”, ۲با به ذ لا , : }خ রাধারাণী বলিল,-বড়কষ্টে বলিতে হইল, কেন না চক্ষের জল থামে না, আবার সেই চক্ষের জলের উপর কোথা হইতে পোড়া হাসি আসিয়া পড়ে—রাধারাণী বলিল, “ তা, আপনি এতক্ষণ কেবল সেই ভিখারিণীর কথাই বলিলেন, আমাকে যে কেন দর্শন দিয়াছেন, তা ত । এখনও বলেন নাই ।” ই গা এমন করিয়া কি কথা কহা যায় গা ? যাহার গলা ধরিয়া কঁাদিতে ইচ্ছা করিতেছে, প্ৰাণেশ্বর ! দুঃখিনীর সর্বস্ব ! চিরবাঞ্ছিত । বলিয়া যাহাকে ডাকিতে ইচ্ছা করিতেছে; আবার যাকে সেই সঙ্গে ‘ ই গা সেই রাধারণী পোড়ারমুখী তোমার কে হয় গা” বলিয়৷ তামাস করিতে ইচ্ছা করিতেছে—তার সঙ্গে আপনি মশাই,দর্শন দিয়াছেন,এই সকল কথা নিয়ে কি কথা কহা যায় গা ? তোমর পাঁচজন, রসিকা, প্রেমিক, বাকৃ. চতুর, বয়োধিকা, ইত্যাদি ইত্যাদি আছ, তোমরা পাচজনে বল দেখি, ছেলেমানুষ রাধারাণী কেমন করে এমন করে কথা কয় গা ? - রাধারাণী মনে২ একটু পরিতাপ করিল, কেন না কথাটা একটু ভৎসনার মত হইল। রুক্মিণীকুমার একটু অপ্রতিভ হইয়া বলিলেন, “ তাই বলিতেছিলাম। আমি সেই রাধারাণীকে চিনিতাম—রাধারাণীকে মনে পড়িল, একটু—এতটুকু—অন্ধকার রাত্রে জোনাকির ন্যায়—একটু আশ। s -אמצי
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।