| কল ইহাই ঘটিয়াছিল। বক বলেন * আমার কার্য্যের জন্য গতরাগ। ( ه ه د د ,:ټیه , fn. • به ) প্রত্যক্ষ প্রমাণ না করিয়া দিলে, কদাপি হৃদয়ঙ্গম করিতে পারেন না । যখন সেই কল্পনা পারলৌকিক সুখ সহ যুক্ত হয়, তখন মনুষ্য কদাপি তদনুসরণ জীবদশাতে ত্যাগ করিতে পারে না, যেহেতু তাহার সত্য মিথ্যা এজীবনে প্রত্যক্ষ হয় না । এই জন্যই ধৰ্ম্মামুসরণকারীদিগের ছায় অন্ত পথাবলম্বী তাদৃশ বদ্ধপরিকর হয় না । কলস্বস প্রথম যাত্রায় হয়ত পশ্চিম প্রদেশে বৃহৎ দ্বীপ তাবিষ্কারের ভাব ত্যাগ করিতে পারিতেন কিন্তু মাটিন লুথর জীবন থাকিতে পোপের বিরুদ্ধা চরণ ত্যাগ করিতে পারিতেন না। চৈত ন্যের কল্পনা ধৰ্ম্মসহ যুক্ত হওয়ায় অবিপণ্ডিতশ্রেষ্ঠ আমা অপেক্ষ আমি যে সমাজে বাস করি সেই সমাজ অধিক পরিমাণে দায়ী।” বস্তুতঃ যে জন্য ইংলণ্ডীয়গণ স্বাধীনতা প্রিয়,বারাঙ্গণাত্মজ অলীক হাস্য কৌতুক প্রিয় সৰ্ব্বদেশীয় কামিনীবৃন্দ বস্ত্ৰালঙ্কার প্রিয়,কামরূপবাসী শক্তিভক্ত, সেইজন্যই যেমন মিলের তনয় জন মিল দর্শনাসক্ত এবং জগন্নাথ মিশ্র পুরন্দরের তনয় বিশ্ব রূপের কনিষ্ঠ পরম বিষ্ণুভক্ত ও সংসারে শৈশবে পিতার ও সহোদরের ধৰ্ম্মানুরাগ দেখিয়া চৈতন্য অবশ্যই মনে করিয়াছিলেন, ধৰ্ম্মই মনুষ্য জীবনের সার, ইহলোকের অকিঞ্চিৎকর f Buckle's History of Civilisation, Wol. I. - চৈতন্য । 38 సె ভোগ স্থখাপেক্ষ অশেষ গুণে প্রার্থনীয়। ধৰ্ম্মজনিত মুখ নিত্য আর বিলাসমুখ ; অনিত্য । বিশেষতঃ যখন দেখিলেন ধৰ্ম্মের জন্য জ্যেষ্ঠ ইহলোকের সর্বস্ব । ত্যাগ করিয়া প্ৰণাপেক্ষ প্রিয় জনক জননী ত্যাগ করিয়া, সংসারের বিলাসবাসন ভোগ ত্যাগ করিয়া, সংসারের খ্যাতি প্রতিপত্তির অভিলাষ ত্যাগ করিয়া সন্ন্যাস করিরাছেন, তখন র্তাহার ! মন ধৰ্ম্ম চিন্তায় অবশুই বিচলিত হইয়াছিল । যদিও জনক জননীর অপত্য বিরহ । জনিত অসহ্য যন্ত্রণ দেথিম বিচলিত । হইয়াছিলেন এবং তাহার কারণ ধৰ্ম্মের । উপর কথঞ্চিৎ গতরাগ হইয়াছিলেন, তথাপি একথা স্বীকার করিতে হইবে অগ্র- ; জের সন্যাস র্ত হার মনে সংসারের ভোগবাসনা সম্বন্ধে যুগান্তর উপস্থিত করিবার বীজ বপন করিয়াছিল । তবে তাহা দীর্ঘ কালে অঙ্কুরিত হইয়া পুষ্ট হয়। চৈতন্য পিতা মাতার নিকট প্রতিজ্ঞ। করিলেন “ আমি চিরদিন আপনাদিগের , নিকট থাকিয়া চরণ সেবা করিব।” এই সকল ঘটনা বশতঃ চৈতন্য বাল্য কাল হইতেই ক্রমশঃ ধৰ্ম্মের পক্ষপাতী হইয়া আসিতেছিলেন । কেবল প্রথম যৌবনে জ্ঞানচর্চায় মনোভিনিবেশ করিয়া তৎপ্রতি অযথা আসক্ত হইয়াছিলেন, কিন্তু তখনও র্তাহার বয়স ১৬ । ১৭ বৎসর মাত্র । এই সময়ে একদিন শিষ্যবর্গ সঙ্গে করিয়া গঙ্গাস্নান করিতে যাইতেছেন এমন সময়ে পথে শ্ৰীবাস পণ্ডি- !
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।