| যুগান্তর উপস্থিত করে । সামান্য ঘটনা দেখিয়া যেমন কোন বিষয় Ꮼ© s তের সহিত সাক্ষাৎ হইল। শ্ৰীবাস র্তাহাকে বৈষ্ণববিদ্বেষী বলিয়া জানিতেন ; তাহার মুখদর্শন পাপ বিবেচনা করিয়া সহসা অন্যদিকে গমন করিলেন। চৈতন্ত শিয্যদিগকে ইহার কারণ জিজ্ঞাসা করিলেন । শিষ্যগণ বলিল “ শ্রীবাস কাৰ্য্যাস্তরে ঐ পথে গিয়াছে।” চৈতন্য বলিলেন “তাহা নহে আমাকে পাষণ্ড বিবেচনা করিয়া শ্ৰীবাস আমার মুখ দর্শন করিবে না, এজন্য অন্য পথে গেল ।** এই ঘটনা চৈতন্ত্যকে প্রথমতঃ ধৰ্ম্মের দিকে লইয়া যায় । বস্তুতঃ একটা ঘটনা বা একটা উপদেশ সময়ে মমুষ্যের মনে সময়ে একটী মনে বিদ্ধ হয় সহস্র গ্রন্থ অধ্যয়ন অথবা সহস্র উপদেশ শ্রবণ করিলে তাহা হয় না । ঘোর অবিশ্বাসী নাস্তিক ও হঠাৎ কোন বিপদে পতিত হইয়া অথবা প্রিয় জন হারাইয়া ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করিয়াছে । চৈতন্যের জীবনেও শ্রীবা সের এই আচরণ এইরূপ ফলোৎপাদন করিয়াছিল। চৈতন্য তখনই হৃদয়ের সহিত বলিলেন – এমন বৈষ্ণব মুই হইনু সংসারে । অজ ভব আসিবেক অামার চুয়ারে । শুন ভাই সব এই আমার বচন । বৈষ্ণব হইব মুই সৰ্ব্ব বিলক্ষণ ॥ তামোরে দেখিয় যে যে সকলে পলায় । তাহারাও যেন মোর গুণ কীৰ্ত্তি গায় ৷ এই সময়ে নবদ্বীপ ও শান্তিপুরে বৈষ্ণব চৈতন্য । க s l بيا د د ;n e}- د بهه ) গণ নাম সংকীৰ্ত্তন করিতে আরম্ভ করিয়াছিলেন। পাষণ্ডের র্তাহাদিগকে যারপর । নাই উপহাস করিতে আরম্ভ করিল। বৈষ্ণবগণ মহাদুঃখিত হইয়া অদ্বৈতাচার্য্যের নিকট সমুদয় বর্ণন করিলেন । অদ্বৈত বলিলেন শীঘ্রই আমাদিগের দল পুষ্ট হইয়া দুঃখনিবৃত্তি হইবে। ইহার । কিছুদিন পরে, ঈশ্বরপুরী নামক জনৈক মহাপণ্ডিত ও ভাগবত শান্তিপুরে অদ্বৈ- ; তের অলিয়ে আগমন করিলেন । বৈষ্ণবগণ ঈশ্বরপুরীকে দেখিয়া যারপর নাই সস্তুষ্ট হইলেন । ঈশ্বরপুরী কিয়দিবস শান্তিপুরে অবস্থান করিয়া নবদ্বীপ গমন করিলেন এবং তথায় গোপীনাথ আচtয্যের অালয়ে অবস্থান করিলেন । চৈতন্য দেব ঈশ্বরপুরীর সহিত আনুগত্য করিয়া প্রতিদিন ধৰ্ম্ম বিষয়ে কথোপকথন করিতে লাগিলেন । ঈশ্বরপুরী চৈতন্যের অসাধারণ রূপলাবণ্য, অসামান্য প্রতিভা ও । আন্তরিক ঈশ্বরনিষ্ঠা দেখিয়া যারপর নাই প্রীত হইলেন । - একদা ভারতী মহাশয় কৃষ্ণের চরিত সম্বন্ধে একখানি গ্ৰন্থ রচনা করিয়া চৈত- , ন্যকে দোষগুণ জিজ্ঞাসা করিলেন। চৈতন্য বলিলেন “ ভক্ত যাহা বলে ভগবান্ তাহাতেই সস্তুষ্ট অতএব গ্রন্থের । দোষগুণ বলা নিরর্থক ।” মুখে বদতি বিষ্ণায় ধীরোবদতি বিষ্ণবে। উভয়োস্ত সমং পুণ্যং ভাবগ্রাহী জনর্দিনঃ ॥ ভক্তি মাহাত্ম্য প্রতিপাদক চৈতন্যের প্রাচীন আর্য্যদিগের ன்ை
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।